বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৮ এএম, ০৭ জুন ২০২৪
বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক জয়

প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেট কেলতে নেমেই একের পর এক চমক দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। নিজেদের প্রথম ম্যাচে কানাডাকে হারিয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে বিশ্বকাপ জয়ী পাকিস্তানকেও হারের লজ্জা দিল তারা। আমির-আফ্রিদিদের বোলিংয়ে বিপরীতে সুপার ওভারে ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছে বিশ্বকাপের স্বাগতিকরা।

বৃহস্পতিবার (৬ জুন) বাংলাদেশ সময় দিনগত রাতে ১১তম ম্যাচে চলমান বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো সুপার ওভারের উত্তেজনা দেখে ক্রিকেট বিশ্ব।

টস হেরে প্রথমে ব্যাট করে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ রানের সংগ্রহ গড়ে পাকিস্তান। জবাবে ইনিংসের শেষ বলে বাউন্ডারি মেরে পাকিস্তানের সমান ১৫৯ রান করে যুক্তরাষ্ট্র। নিজেরা ৭ উইকেট হারালেও যুক্তরাষ্ট্রের মাত্র ৩ উইকেট শিকার করতে পারেন পাকিস্তানের বোলাররা।

সমান ১৫৯ রান হওয়ায় চলমান বিশ্বকাপে দ্বিতীয় বারের মতো খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে আগে ব্যাট করে মোহাম্মদ আমিরের বোলিংয়ের বিপরীতে ১৮ রান তোলে যুক্তরাষ্ট্র। জবাবে ১ উইকেট হারিয়ে ১৩ রান তুলতে পারে পাকিস্তান।

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নামা যুক্তরাষ্ট্রের কাছে এমন পরাজয়ে গ্রুপ পর্বে পিছিয়ে পড়লো পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচেই যুক্তরাষ্ট্রের কাছে এমন ধাক্কা খাওয়ায় শেষ আটে যেতে হলে পাকিস্তানকে এখন গ্রুপ পর্বের বাকি সবগুলো ম্যাচেই জয় পেতে হবে। যেখানে প্রতিপক্ষ হিসেবে চিরপ্রতিদ্বন্দ্বি ভারতও রয়েছে।

এদিকে, পাকিস্তানকে হারিয়ে টানা তুই জয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে অবস্থান করছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে কানাডাকে হারারো যুক্তরাষ্ট্র এখন আর মাত্র একটি ম্যাচে জয় পেয়েই পরের রাউন্ডে যাবে। যুক্তরাষ্ট্রের জন্য সমীকরণটি এখন বেশ সহজ। প্রতিপক্ষ আয়ারল্যান্ডকে হারাতে পারলেই ইতিহাস গড়বে যুক্তরাষ্ট্র।



শেয়ার করুন :