টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ০৩ মে ২০২৪
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তামিম

সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে এ ম্যাচে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হলো তানজিদ হাসান তামিম।

বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্ন আগেই পূরণ হয়েছে তানজিদ হাসান তামিমের। ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন তিনি। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে এ ফরম্যাটেও অভিষেক হলো জুনিয়র তামিমের।

চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে তানজিদের মাথায় আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যাপ পরিয়ে দেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, জাকের আলি অনিক এবং মোহাম্মদ সাইফুদ্দিন।

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি গুরুত্বপূর্ণ। কা্রণ, এ সিরিজের উপর ভিত্তি করে বিশ্বকাপের দল চূড়ান্ত করবে বাংলাদেশ। মূলত সে কারণেই আইিসিসির কাছে বিশ্বকাপের দল পাঠিয়ে দিলেও এখনো প্রকাশ করেনি বিসিবি।

এদিকে, বাংলাদেশের তানজিদ হাসান তামিমের মতো জিম্বাবুয়ের একাদশের একজনের অভিষেক হয়েছে। এ ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ক্যাপ পড়েছেন জয়লর্ড গাম্বি।

জিম্বাবুয়ে একাদশ
সিকান্দার রাজা (অধিনায়ক), ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, ক্লাইভ মানদান্দে (উইকেটকিপার), লুক জঙ্গি, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা।



শেয়ার করুন :