অস্ট্রেলিয়াকে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ভারত। এই জয়ে শুধু সিরিজ জয় নয়, টি-টোয়েন্টিতে পাকিস্তানের এক বছরে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডও ভেঙে দিয়েছে রোহিত শর্মার দল।
চলতি বছর এখন পর্যন্ত ২১টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে ভারত। এক বছরে এর চেয়ে বেশি জয়ের রেকর্ড নেই কোনো দলের। এর আগে ২০২১ সালে ২৯ ম্যাচ খেলে ২০ ম্যাচে জয় পেয়েছিল পাকিস্তান।
বাবর আজমের দলকে ছাড়িয়ে এবার নতুন রেকর্ড গড়লো ভারত। এক বছরে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ জয়ের তালিকাতে শীর্ষ পাঁচে ভারত ও পাকিস্তানের জয়জয়কার।
২০১৮ সালে ১৭ জয় নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। ২০১৬ সালে ১৫ জয় নিয়ে চারে ভারত ও ২০২১ সালে সমান ১৫ জয় নিয়ে শীর্ষ পাঁচে ভারত ও পাকিস্তান বাদে একমাত্র দল হিসেবে জায়গা পেয়েছে নিউজিল্যান্ড।
Most T20I Wins in a calendar year
— Cricbaba (@thecricbaba) September 25, 2022
21 - India (2022)*
20 - Pakistan (2021)
17 - Pakistan (2018)
15 - India (2016)
15 - New Zealand (2021)#INDvAUS | #RohitSharma
রোববার (২৫ সেপ্টেম্বর) ভারতের রেকর্ড গড়া জয়ের দিনে জয় পেয়েছে পাকিস্তানও। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ইংল্যান্ডকে তিন রানে হারিয়ে সাত ম্যাচে সিরিজে ২-২ ব্যবধান সমতা ফিরিয়েছে বাবর আজমের দল।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ২৬৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। অন্যদিকে চারে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট ২৫৮।
খেলোয়াড়দের ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষে পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ভারতের সূর্যকুমার যাদব আছেন তিন নম্বরে। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে এই দুই দেশে কোনো বোলার জায়গা পাননি। সর্বোচ্চ ৯ নম্বরে আছেন ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার।
স্পোর্টসমেইল২৪/এসকেডি