একদিন আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছিলেন ফরাসি ব্যাটার গুস্তাভ ম্যাকওন। এবার আরও একটি রেকর্ড নিজের করে নিয়েছেন এই ব্যাটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনিই একমাত্র ব্যাটার যিনি কি-না টানা দুই ম্যাচে করলেন সেঞ্চুরি।
বুধবার (২৭ জুলাই) নরওয়ের বিপক্ষে ১৮ বছর বয়সী গুস্তাভ ক্যারিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিলেন। এই ম্যাচে ৮ ছক্কা ও ৫ চারে খেলেন ১০১ রানের ঝড়ো ইনিংস।
এতেই টানা দুই টি-টোয়েন্টিতে সেঞ্চুরির রেকর্ড নিজের করে নেন গুস্তাভ ম্যাকওন। এর আগে ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সুইজারল্যান্ডের বিপক্ষে ১০৯ রানের ইনিংস খেলেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর কোনো ব্যাটার এখন পর্যন্ত টানা দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকাতে পারেননি। তাই এই তালিকায় প্রথম ও একমাত্র ব্যাটার গুস্তাভ ম্যাকওন।
সেঞ্চুরির রেকর্ডের পাশাপাশি নতুন করে লিখেছেন ক্যারিয়ারের প্রথম তিন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ডও। ক্যারিয়ারের প্রথম তিন টি-টোয়েন্টি শেষে ম্যাকওনের রান ২৮৬! এর আগে এই রেকর্ড নিজের করে রাখা পর্তুগিজ ব্যাটার আজহার আনদানি করেছিলেন রেকর্ড ২২৭ রান।
২০২৪ যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের উপ-আঞ্চলিক বাছাইপর্ব খেলছে ফ্রান্স। সেখানেই নতুন সব রেকর্ড নিজের করে নিচ্ছেন ‘অখ্যাত’ ম্যাকওন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর