অধিনায়ক হিসেবে বেশি রোমাঞ্চের কিছু নেই: সোহান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০০ পিএম, ২৪ জুলাই ২০২২
অধিনায়ক হিসেবে বেশি রোমাঞ্চের কিছু নেই: সোহান

টি-টোয়েন্টিতে টানা ভরাডুবির পর মাহমুদউল্লাহ রিয়াদকে সরিয়ে জিম্বাবুয়ে সিরিজে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল হাসান সোহান। অধিনায়কের দায়িত্ব নিয়ে পেলেও খুব বেশি রোমাঞ্চিত নন তিনি। বরং, দল হিসেবে সেরাটা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি।

টি-টোয়েন্টিতে টানা ব্যর্থতার পর আপাতদৃষ্টিতে মাহমুদউল্লাহ রিয়াদের অধিনায়কত্বে ফেরার কোনো সুযোগ নেই। দলের এমন অবস্থায় অধিনায়কত্ব পাওয়া সোহান সামনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে চান।

তিনি বলেন, “এটা (অধিনায়কত্ব পাওয়া) অবশ্যই গর্বের ব্যাপার। সামনে যে চ্যালেঞ্জটা আছে, সেটা নিয়ে চিন্তা-ভাবনা করছি। খুব বেশি রোমাঞ্চ বা এসবের কোনো সুযোগ নেই। মনে হয়, দল হিসেবে সেরটাই দেওয়াই লক্ষ‍্য।”

তিনি আরও বলেন, “নেতৃত্ব পাওয়া নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই। আমি স্বাভাবিকভাবেই থাকার চেষ্টা করছি। অবশ‍্যই এটা (অধিনায়কত্ব পাওয়া) গর্বের ব‍্যাপার। এটা অবশ‍্যই বড় চ‍্যালেঞ্জ আমার জন‍্য।”

আরও পড়ুনএক নজরে সোহানের টি-টোয়েন্টি ক্যারিয়ার

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া সোহান ঘরোয়া ক্রিকেটে অনেকবারই দলকে নেতৃত্ব দিয়েছেন। সেই অভিজ্ঞতার আলোকেই দল হিসেবে খেলতে চান তিনি। এমনকি দলের পরিবেশ ঠিক রাখারও চিন্তা ভাবনা করছেন।

এই বিষয়ে রিয়াদের ভাষ্য, “ঘরোয়া ক্রিকেটে যখনই অধিনায়কত্ব করেছি, সব সময় আমার মাথায় একটাই চিন্তা থাকে, আমি সব সময় চাই যেন দল হিসেবে খেলতে পারি। আমি চাই জিম্বাবুয়েতেও যেন দল হিসেবে খেলতে পারি এবং মূল ব‍্যাপার হলো, দলের পরিবেশ যেন ভালো থাকে।”

ক্রিকেট মাঠে প্রতিদিন সবাই পারফর্ম করবে না এই বাস্তবতা মেনে নিয়ে সোহান চান, দলের সবাই যেন সবার সাফল্য উপভোগ করে। এই বার্তাটাই সবার মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তিনি।

বলেন, “সবাই তো প্রতিদিন পারফরম করবে না, আমরা দলের সদস‍্য যারা থাকব, একজনের সাফল‍্যে যেন আরেকজন উপভোগ করি। আমার কাছে মনে হয় এই সংস্কৃতিটা ও দল হিসেবে খেলাটা খুব গুরুত্বপূর্ণ।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

সতীর্থদের অনুপ্রাণিত করে অধিনায়কত্ব পেলেন সোহান

সতীর্থদের অনুপ্রাণিত করে অধিনায়কত্ব পেলেন সোহান

জিম্বাবুয়ে সিরিজে টি-টোয়েন্টি অধিনায়ক সোহান

জিম্বাবুয়ে সিরিজে টি-টোয়েন্টি অধিনায়ক সোহান

ব্যস্ত সূচি, রোটেশন নীতি গ্রহণ করতে পারে বিসিবি

ব্যস্ত সূচি, রোটেশন নীতি গ্রহণ করতে পারে বিসিবি

‘স্বপ্ন দেখি এশিয়া কাপ জিতবো, বিশ্বকাপ জিতবো’

‘স্বপ্ন দেখি এশিয়া কাপ জিতবো, বিশ্বকাপ জিতবো’