বঙ্গবন্ধু কাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার চোখ বিসিবির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৮ পিএম, ১৩ নভেম্বর ২০২০
বঙ্গবন্ধু কাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার চোখ বিসিবির

দেশে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর লক্ষ্যে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ প্রধান ভূমিকা পালন করবে বলে আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাঁচটি দল ও ৮০ জন ক্রিকেটারসহ ১৫০ জনকে নিয়ে জৈব-সুরক্ষা পরিবেশে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।

জৈব-সুরক্ষা পরিবেশে এতো সংখ্যক মানুষকে পরিচালনা করা কঠিন হবে বলে মনে করে বিসিবি। তবে বিসিবি আশাবাদি যে, এটি সফলভাবে সম্পন্ন করতে পারলে বাকি বিশ্বকে একটি বার্তা দেওয়া যাবে।

৭০ জনকে নিয়ে জৈব-সুরক্ষা পরিবেশে গত মাসে সফলভাবে সীমিত ওভারের বিসিবি প্রেসিডেন্ট’স সম্পন্ন করেছে বিসিবি। এবার আরও বড় পরিসরে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। ইতোমধ্যে রাজধানীর একটি হোটেলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট শেষ হয়েছে।

বিসিবি মিডিয়া ও কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘টি-টোয়েন্টি টুর্নামেন্টটি বিসিবি প্রেসিডেন্ট’স কাপের ফলো-আপ টুর্নামেন্ট। যেহেতু আমাদের অনেক আন্তর্জাতিক ম্যাচ আছে। তাই এ টুর্নামেন্টটি পরিবেশের সাথে মানিয়ে নিতে আমাদের সহায়তা করবে।’

তিনি বলেন, ‘এটি খুবই গুরুত্বপূর্ণ যে দেশে আমরা ঘরোয়া খেলা আয়োজন করছি, যাতে আমাদের ভেন্যুগুলোতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারি। বিদেশি দলগুলোকে জানতে চায়, আমরা এখানে জৈব সুরক্ষা বলয় পরিবেশ নিশ্চিত করেছি কি-না। এ টুর্নামেন্ট ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে সহায়ক হবে।’

টুর্নামেন্টের পাঁচটি দলই ভারসাম্যপূর্ণ হওয়ায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ উত্তেজনাপূর্ণ হবে বলে মনে করছেন তিনি। বলেন, ‘আশা করছি, টুর্নামেন্টটি উত্তেজনাপূর্ণ হবে। প্রত্যক দলই অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সংমিশ্রনে গঠিত।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ড্রাফট শেষে যেমন হলো পাঁচ দলের স্কোয়াড

ড্রাফট শেষে যেমন হলো পাঁচ দলের স্কোয়াড

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাঁচ ‘আইকন’ চার দলে

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাঁচ ‘আইকন’ চার দলে

তামিমকে পেয়ে খুশি ফরচুন বরিশাল, দেবেন নেতৃত্ব

তামিমকে পেয়ে খুশি ফরচুন বরিশাল, দেবেন নেতৃত্ব

ওয়েস্ট ইন্ডিজকে জৈব-সুরক্ষার পরিকল্পনা পাঠিয়েছে বিসিবি

ওয়েস্ট ইন্ডিজকে জৈব-সুরক্ষার পরিকল্পনা পাঠিয়েছে বিসিবি