বাংলাদেশকে আতিথ্য দিতে প্রস্তুত শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ১৮ মে ২০২০
বাংলাদেশকে আতিথ্য দিতে প্রস্তুত শ্রীলঙ্কা

ফাইল ছবি

করোনা কারণে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ বাতিল করেছে শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কায় করোনায় আক্রান্তের হার বেশ কম হওয়ায় জুন-জুলাইয়ে ভারত এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজন করতে আগ্রহী শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আসলে ডি সিলভা ক্রিকইনফোকে বলেন, ‘আমরা বাংলাদেশ এবং ভারত ‍দুই বোর্ডের সঙ্গেই সিরিজ আয়োজন নিয়ে আলাপ করেছি। কারণ ওই দুটি সিরিজ এখনও স্থগিত হয়নি। তবে তাদের থেকে এখনও কোন সাড়া পাইনি।’

সিরিজ আয়োজনে দ্রুতই তাদের দেশ থেকে পরিবহন চলাচলের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ভাবছে শ্রীলঙ্কা। তবে শ্রীলঙ্কা সফরে যেতে হলে বাংলাদেশ এবং ভারতকে ভ্রমণের জন্য সরকারের ছাড়পত্র নিতে হবে। তাই তো ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের থেকে ভ্রমণের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত বোর্ডের কিছু করার নেই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন সুজনও জানিয়েছেন একই কথা। তিনি বলেন, ‘আমাদের শ্রীলঙ্কা বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে। আমাদের দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা আছে। এছাড়া দুই দেশের কোয়ারেন্টাইন নীতি মানতে হবে। সিরিজ আয়োজনে এ বিষয় দুটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ক্রিকেটাররা খেলার জন্য কতটা প্রস্তুত সেটাও দেখতে হবে।’

সূচি অনুযায়ী, জুনের শেষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। এরপর টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভালো ছিল না মুশফিক-হাথুরুসিংহের সম্পর্ক

ভালো ছিল না মুশফিক-হাথুরুসিংহের সম্পর্ক

টেন্ডুলকারের ‘আউট’ নিয়ে স্টেইনের মিথ্যা দাবি

টেন্ডুলকারের ‘আউট’ নিয়ে স্টেইনের মিথ্যা দাবি

ডোমিঙ্গোর ভাবনায় নেই মাশরাফি, অবসর চান গিবসন

ডোমিঙ্গোর ভাবনায় নেই মাশরাফি, অবসর চান গিবসন

ধারাভাষ্য নয়, কোচিং পেশায় জড়াতে চান যুবরাজ

ধারাভাষ্য নয়, কোচিং পেশায় জড়াতে চান যুবরাজ