ঐতিহাসিক ম্যাচে ভারতে বিপক্ষে বাংলাদেশের টস জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৬ পিএম, ২২ নভেম্বর ২০১৯
ঐতিহাসিক ম্যাচে ভারতে বিপক্ষে বাংলাদেশের টস জয়

ভারতের বিপক্ষে গোলাপী বলে দিবা-রাত্রির ঐতিহাসিক ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে টস জিতেছে বাংলাদেশ। টস জিতে সিরিজের এ দ্বিতীয় ম্যাচেও প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মমিনুল হক।

বাংলাদেশের মতো ভারতের জন্যও এটিই প্রথম গোলাপী বলের টেস্ট। তবে ভারতীয় স্কোয়াডে থাকা মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, হানুমা বিহারী, রবীন্দ্র জাদেজা, রিশাভ পান্ত, ইশান্ত শর্মা ও কুলদ্বীপ যাদবের দিবা-রাত্রি ঘরোয়া চারদিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।

তবে বাংলাদেশের স্কোয়াডে থাকা কেউ এর আগে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলেননি। পুরোপুরি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন টাইগাররা।

সিরিজের প্রথম ম্যাচেও টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। তবে স্বাগতিক ভারতের বিপক্ষে ভালো করতে পারেননি টাইগাররা। ইনিংস ও ১৩০ রানের ব্যবধানে হেরে সিরিজে ১-০তে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ
মমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, নাইম হাসান, আবু জায়েদ রাহী, আল আমিন হোসেন ও এবাদত হোসেন।

ভারত একাদশ
বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মা, উমেশ যাদভ ও মোহাম্মদ শামি।



শেয়ার করুন :


আরও পড়ুন

লাইভ : বাংলাদেশ-ভারতের গোলাপী বলের টেস্ট ম্যাচ

লাইভ : বাংলাদেশ-ভারতের গোলাপী বলের টেস্ট ম্যাচ

দিবা-রাত্রির টেস্টে কেন গোলাপী বল

দিবা-রাত্রির টেস্টে কেন গোলাপী বল

নিরাপত্তার শঙ্কায় শেষ মুহূর্তে বাতিল প্যারাট্রুপার শো

নিরাপত্তার শঙ্কায় শেষ মুহূর্তে বাতিল প্যারাট্রুপার শো

গোলাপী বলের উন্মাদনায় ভাবছেন না মমিনুল

গোলাপী বলের উন্মাদনায় ভাবছেন না মমিনুল