পাউলের কারণে বাদ পড়লেন কামিন্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৫ এএম, ৩০ আগস্ট ২০১৯
পাউলের কারণে বাদ পড়লেন কামিন্স

ফাইল ছবি

ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে পেসার মিগুইয়েল কামিন্সের পরিবর্তে অলরাউন্ডার কেমো পাউলকে দলে ভিড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টে গোড়ালির ইনজুরির কারণে খেলতে পারেননি পল।

মূলত পাউলের জায়গায় সুযোগ পেয়েছিলেন কামিন্স। তবে সুযোগ পেয়েও ভালো পারফরমেন্স করতে পারেননি কামিন্স। অ্যান্টিগার ওই টেস্টে ১৩ ওভারে ৪৯ রানে উইকেট শূন্য ছিলেন তিনি।

দ্বিতীয় ইনিংসে ৭ ওভার বল করে ২০ রান দিয়ে কোন উইকেট নিতে পারেননি কামিন্স। এবার পল সুস্থ হয়ে যাওয়ায় দল থেকে বাদ পড়তে হলো তাকে।

দেশের হয়ে এখন পর্যন্ত ৩টি টেস্ট খেলেছেন কেমো পাউল। ব্যাট হাতে ৯৬ রান ও বল হাতে ৬ উইকেট নিয়েছেন। গেল ফেব্রুয়ারিতে গ্রস ইসলেটে ইংল্যান্ডের বিপক্ষে দেশের জার্সি গায়ে সর্বশেষ টেস্ট খেলেছেন তিনি। তবে ভারতের বিপক্ষে চলমান সিরিজে একটি ওয়ানডে ও তিনটি টি-২০ সিরিজ খেলেছেন পাউল।

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজ দল
জেসন হোল্ডার (অধিনায়ক), শিমরন হেটমেয়ার, শাই হোপ, ক্রেইগ ব্র্যার্থওয়েট, ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, জন ক্যাম্পবেল, রোস্টন চেজ, রাকিম কর্নওয়াল, জামার হ্যামিল্টন, শ্যানন গ্যাব্রিয়েল, কেমো পাউল ও কেমার রোচ।



শেয়ার করুন :


আরও পড়ুন

অ্যাশেজ থেকে দুই আম্পায়ার বাদ

অ্যাশেজ থেকে দুই আম্পায়ার বাদ

বিশ্বাস করতেই পারছেন না তিনি ‘অ্যাশেজ হিরো’

বিশ্বাস করতেই পারছেন না তিনি ‘অ্যাশেজ হিরো’

স্মিথ-ক্যারিদের নেতৃত্বে উসমান খাজা

স্মিথ-ক্যারিদের নেতৃত্বে উসমান খাজা

বাংলাদেশের বিপক্ষে বিশ্ব রেকর্ড গড়বেন রশিদ খান

বাংলাদেশের বিপক্ষে বিশ্ব রেকর্ড গড়বেন রশিদ খান