প্রথম সেশন নিজেদের করেই নিলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৫ পিএম, ২২ নভেম্বর ২০২৪
প্রথম সেশন নিজেদের করেই নিলো বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের প্রথত সেশনটা নিজেদের রে নিয়েছে বাংলাদেশ। ২৩ ওভার বল করে ৫০ রান দিয়ে ক্যারিবিয়দের দুটি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। দলের পক্ষে উইকেট দুটিই শিকার করেছেন পেসার তাসকিন আহমেদ।

বল দারুণ শুরু করে বাংলাদেশ। দুই প্রান্ত দিয়ে হাসান মাহমুদ এবং শরিফুল ইসলামের বোলিংয়ের বিপরীতে রান তোলার ধীরগতিতে এগোয় ওয়েস্ট ইন্ডিজ। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ঘণ্টায় ১২ ওভারে মাত্র ২৩ রান করে স্বাগতিকরা। তবে প্রথম ঘণ্টায় বাংলাদেশও কোন উইকেট শিকার করতে পারেনি।

টাইগার বোলারদের বিপরীতে অধিনায়ক ক্রেইগ ব্র‍্যাথওয়েট এবং আরেক ওপনার মিকাইল লুইয়ে খুবই সাবধানী ব্যাটিং করেন। তবে দ্বিতীয় ঘণ্টার শুরুতে সাফল্য এনে দেন তাসকিন। নিজের চতুর্থ ওভারে চমৎকার এক ডেলিভারিতে ক্রেইগ ব্র‍্যাথওয়েটকে সাজঘরে ফেরান তিনি।

বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদত হোসেন, লিটন দাস, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।

বাংলাদেশের জোরাল আবেদনে সাড়া দিয়ে এলবিডব্লিউ দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি। ৩৮ বল খেলে নামের সাথে মাত্র ৪ রান নিয়ে ফিরেন ক্যারিবিয়ানদের অধিনায়ক।

দলীয় ২৫ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর দ্বিতীয় উইকেট হারানোর আগেও আর কোন রান যোগ করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। উইকেটে মিকাইল লুইয়ের সাথী হওয়া ক‍েসি কার্টিকে খালি হাতে ফেরান তাসকিন। তাইজুলের ক্যাচে দ্বিতীয় উইকেট শিকার করেন এ টাইগার পেসার। ১৫.৫ ওভারে দলীয় ২৫ রানে দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, কেমার রোচ, জেইডেন সিলস।

প্রথম দিনের মধাহ্ন বিরতিতে যাওয়ার আগে আর কোন উইকেট হারায়নি ওয়েস্ট ইন্ডিজ। তবে ২৩ ওভারে শেষ হওয়া প্রথম ইনিংস থেকে ৫০ রান করতে পারে স্বাগতিকরা। ৭২ বলে পাঁচ চারে ৩৬ রানে মিকাইল লুই এবং ২০ বলে এক চারে ১০ রানে কেভাম হজ অপরাজিত থেকে বিরতিতে যায় উইন্ডিজ।

বল হাতে বাংলাদেশের পক্ষে ২টি উইকেট শিকার করেন তাসকিন আহমেদ।



শেয়ার করুন :