১০৬ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৬ পিএম, ২১ অক্টোবর ২০২৪
১০৬ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। নিজেদের মাঠে হলেও দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি টাইগার ব্যাটাররা। ব্যাট হাতে ব্যক্তিগত সর্বোচ্চ ৩০ রান করেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়।

টস জিতে ব্যাট করতে দক্ষিণ আফ্রিকার পেসারদের সামনে প্রথম সেশনেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ১৪ ওভারে বাকি প উইকেট হারিয়ে বসে টাইগাররা। ৪০.১ ওভারে মাত্র ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ৮৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ দল।

জয় ছাড়া মুশফিকুর রহীম ১১, মেহেদী হামান মিরাজ ১৩ এবং শেষ দিকে তাইজুল ইসলাম ১৬ রান করেন। এছাড়া বাকি সবাই ছিলেন সিঙ্গেল ডিজিটে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে ৭ রান।

বাংলাদেশকে গুটিয়ে দেওয়ার পথে বল হাতে তিনটি করে উইকেট শিকার করেছেন কাগিসো রাবাদা, উইয়ান মুল্ডার এবং কেশভ মহারাজ।

এ ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন রাবাদা। মুশফিককে আউট করে এ মাইলফলকে নাম লিখান তিনি।



শেয়ার করুন :