ভারত সফরে টেস্ট দলে জাকের আলী, বিশ্রামে শরীফুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪২ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৪
ভারত সফরে টেস্ট দলে জাকের আলী, বিশ্রামে শরীফুল

স্বাগতিক ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান সফরের ১৬ সদস্যের দল থেকে একটি পরিবর্তন আনা হয়েছে। শরিফুল ইসলামকে বিশ্রামে রেখে ভারত সিরিজের জন্য উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিককে নেওয়া হয়েছে।

দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিক পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সেই দলের উপরই আস্থা রেখেছেন নির্বাচকরা। তবে কুঁচকির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা বাঁহাতি পেসার শরিফুলকে বিশ্রাম দেওয়া হয়েছে।

শরিফুলের পরিবর্তে ভারত সফরে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাকের আলী অনিক। এ উইকেটকিপার ব্যাটার টি-টোয়েন্টিতে ১৭টি ম্যাচ খেলেছেন। তবে এখনো ওয়ানডে এবং টেস্টে অভিষেক হয়নি।

বাংলাদেশের বিপক্ষে ভারতের শক্তিশালী টেস্ট দল

স্বাগতিক ভারতের বিপক্ষে চেন্নাইয়ে ১৯ সেপ্টেম্বর সিরিজের প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি কানপুরে শুরু হবে ২৭ সেপ্টেম্বর।

বাংলাদেশের টেস্ট দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান, নাঈম হাসান ও খালেদ আহমেদ।



শেয়ার করুন :