মেজাজ হারিয়ে আইসিসির শাস্তি পেলেন তাইজুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৫ এএম, ২৬ মে ২০২২
মেজাজ হারিয়ে আইসিসির শাস্তি পেলেন তাইজুল

টানা বল করে কোনোভাবেই উইকেটের দেখা পাচ্ছিলেন না তাইজুল ইসলাম। এর মধ্যেই নিজের মেজাজ হারিয়ে ক্রিজের মধ্যে থাকা অ্যাঞ্জেলো ম্যাথিউসকে বল ছুড়ে মারেন তাইজুল। যা আইসিসির আচরণ বিধির পরিপন্থি। নিয়ম ভাঙায় তাইজুলকে শাস্তি হিসেবে জরিমানা করেছে আইসিসি।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বুধবার (২৫ মে) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বলা হয়, আইসিসির আচরণ বিধি ভাঙায় তাইজুলকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

মিরপুর টেস্টের চতুর্থ দিন বুধবার শ্রীলঙ্কার ইনিংসের ৬৯তম ওভারের চতুর্থ ডেলিভারিতে নিজের বলে নিজেই ফিল্ডিং করেন তাইজুল। বল ধরেই ম্যাথিউসের দিকে ছুড়ে মারেন তিনি।

বলের আঘাতে ম্যাথিউস হাতে ব্যাথা পেয়েছেন। ফিজিওর পরীক্ষা করার পর অবশ্য জানানো হয়, আঘাতটি বেশি গুরুতর নয়।

ওই ঘটনায় অবশ্য তাইজুল ম্যাথিউসের কাছে ক্ষমা চেয়েছেন। তবে দিনের খেলা শেষে ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানান মাঠে দায়িত্ব পালন করা আম্পায়াররা। অভিযোগের পর তাইজুল অপরাধ স্বীকার করে নেন।

পরবর্তী ২৪ মাসের মধ্যে তাইজুলের নামের পাশে আরও দুই ডিমেরিট পয়েন্ট যোগ হলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হবেন তাইজুল।

শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে এখনও (এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত) কোনো উইকেট শিকার করতে পারেননি তাইজুল ইসলাম। সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন বাঁহাতি এ টাইগার স্পিনার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

ছয় ডাকের পরও বড় সংগ্রহের নাম্বার ওয়ান বাংলাদেশ

ছয় ডাকের পরও বড় সংগ্রহের নাম্বার ওয়ান বাংলাদেশ

ম্যাচে ফিরতে ফ্রন্টলাইন বোলাদের দায়িত্ব নিতে হবে: লিটন দাস

ম্যাচে ফিরতে ফ্রন্টলাইন বোলাদের দায়িত্ব নিতে হবে: লিটন দাস

টেস্টে দলীয় রানে সবচেয়ে বেশি অবদানের শীর্ষে মুশফিক-লিটন

টেস্টে দলীয় রানে সবচেয়ে বেশি অবদানের শীর্ষে মুশফিক-লিটন

শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ থেকে কামিল মিশারাকে ফিরিয়ে নিলো শ্রীলঙ্কা

শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ থেকে কামিল মিশারাকে ফিরিয়ে নিলো শ্রীলঙ্কা