দীর্ঘ আট বছর অপেক্ষার পর আবারও পাঁচ উইকেটের দেখা পেলেন কোনো বাংলাদেশি পেসার। সর্বশেষ ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ উইকেটের দেখা পেয়েছিলেন পেসার রবিউল ইসলাম। এরপর ৪৭ টেস্টের অপেক্ষা পেরিয়ে পাঁচ উইকেটের দেখা পেলেন পেসার এবাদত হোসেন।
বুধবার (৫ জানুয়ারি) মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের শেষ দিনে মাঠে নামে বাংলাদেশ। দিনের দ্বিতীয় ওভারেই রস টেইলরকে বোল্ড করেন এবাদত হোসেন। টেইলরকে ফিরিয়ে বাংলাদেশি পেসারদের পাঁচ উইকেটের আক্ষেপ ঘোঁচান এবাদত।
এর আগে ২০১৩ সালে হারারেতে টানা দুই ম্যাচে পাঁচ উইকেটের দেখা পান পেসার রবিউল ইসলাম। সেবারও বাংলাদেশকে তিন বছর অপেক্ষা করতে হয়েছিল।
রবিউল ইসলামের পর বাংলাদেশের হয়ে ৩০ বার পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েছিলেন বোলাররা। তবে প্রত্যেকবারই ফাইফারের দেখা পেয়েছিলেন স্পিনাররা। এবার সে ধারা ভাঙলেন এবাদত।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশি পেসাররা এখন পর্যন্ত মাত্র নয়বার পাঁচ উইকেট শিকারের স্বাদ পেয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেটের স্বাদ পেলেন কোনো বাংলাদেশি পেসার। এর আগে ২০১০ সালে হ্যামিল্টন টেস্টে পাঁচ উইকেট শিকার করেছিলেন পেসার রুবেল হোসেন।
বাংলাদেশি পেসারদের মধ্যে সর্বোচ্চ চারবার টেস্টে পাঁচ উইকেট শিকার করেছেন শাহাদাত হোসেন। আর বাংলাদেশের হয়ে প্রথম পেসার হিসেবে পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েন পেসার মাঞ্জারুল ইসলাম।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৬২তম বারের ফাইফারের দেখা পেলো বাংলাদেশি বোলাররা। এছাড়াও পঞ্চম বাংলাদেশি পেসার হিসেবে এ কীর্তি গড়েন তিনি।
ক্যারিয়ারের ১১তম টেস্টে এসে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করলেন এবাদত হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইতে চার উইকেট নিয়ে দিন শেষ করেছিলেন এবাদত। দিনের শুরুতে আরও দুই উইকেট নিয়ে ফাইফারের পাশাপাশি ছয় উইকেট পূর্ণ করেন তিনি। কিউইদের বিপক্ষে ৪৬ রানে ৬ উইকেট শিকার করেন এবাদত।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]