টেস্ট চ্যাম্পিয়নশিপে এবারও সবচেয়ে কম ম্যাচ বাংলাদেশের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫১ এএম, ০১ জুলাই ২০২১
টেস্ট চ্যাম্পিয়নশিপে এবারও সবচেয়ে কম ম্যাচ বাংলাদেশের

চলতি বছরের আগস্টে শুরু হচ্ছে ইংল্যান্ড এবং ভারতের মধ্যকার পতৌদি ট্রফি। এ সিরিজের মাধ্যমেই শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্র। প্রথম আসরের ন্যায় এবারও অংশগ্রহণকারী সকল দেশগুলোর মধ্যে সবচেয়ে কম ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। সব কিছু ঠিক থাকলে দ্বিতীয় আসর এ বছর থেকে শুরু হয়ে ২০২৩ সাল পর্যন্ত চলমান থাকবে।

টেস্ট চ্যাম্পিয়নশিপ-২ এ বাংলাদেশ মোট ছয়টি সিরিজ পাবে, প্রতি সিরিজে থাকছে দুইটি করে ম্যাচ। এর আগে বাংলাদেশ তিন ম্যাচের সিরিজ পেলেও এবার বাংলাদেশের কোন সিরিজই তিন ম্যাচের নয়। ছয় সিরিজে বাংলাদেশ মোট বারোটি ম্যাচ খেলার সুযোগ পাবে, যা অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সবচেয়ে কম।

এবারের আসরে সবচেয়ে বেশি ২১টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। এছাড়া ভারত ১৯টি, অস্ট্রেলিয়া ১৮টি, দক্ষিণ আফ্রিকা ১৫টি, পাকিস্তান ১৪টি করে ম্যাচ খেলবে। ১৩ টি করে ম্যাচ খেলবে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের আসরে ঘরের মাঠে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে খেলবে বাংলদেশ। আর দেশের বাইরে গিয়ে খেলতে হবে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। তুলনামূলক বেশি কঠিন প্রতিপক্ষের ম্যাচগুলোই বাংলাদেশকে খেলতে হবে বিদেশে। সেসব দেশের বিপক্ষে ঘরের সুবিধা কাজে লাগানোর সুযোগ থাকছে না বাংলাদেশের জন্য।

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা হবে পাকিস্তানকে দিয়ে। আগামী নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশে খেলতে আসবে পাকিস্তান। আর আগামী বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে শেষ হবে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের যাত্রা।

টেস্ট চ্যাম্পিয়নশিপ-২ এ বাংলাদেশের খেলার সূচি

বাংলাদেশ বনাম পাকিস্তান- নভেম্বর-ডিসেম্বর ২০২১
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা- ডিসেম্বর ২০২১
নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ- ডিসেম্বর-জানুয়ারি ২০২১-২২
দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ- মার্চ-এপ্রিল ২০২২
ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ- জুলাই-আগস্ট ২০২২
বাংলাদেশ বনাম ভারত- নভেম্বর ২০২২

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারত-ইংল্যান্ড সিরিজ দিয়ে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশীপ

ভারত-ইংল্যান্ড সিরিজ দিয়ে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশীপ

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও জয়ে শুরু ইংল্যান্ডের

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও জয়ে শুরু ইংল্যান্ডের

আমিরাত-ওমানের চার ভেন্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ

আমিরাত-ওমানের চার ভেন্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ

দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ হতে পারেন মেন্ডিস-ডিকওয়েলা-গুণাথিলাকা

দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ হতে পারেন মেন্ডিস-ডিকওয়েলা-গুণাথিলাকা