দক্ষিণ আফ্রিকায় তার নেতৃত্বে একদিনের ক্রিকেটে ঐতিহাসিক সিরিজ জয়। পুরো সিরিজে ৫৫৮ রান করে সিরিজ সেরাও হয়েছেন বিরাট কোহিলি। একদিনের ক্রিকেটে ৩৫তম সেঞ্চুরিতে ভারতের ৮ উইকেটে জয়ের নায়কও তিনি। বিরাট কোহালির পৃথিবীটা বদলে গিয়েছে গত তিন সপ্তাহে।
তিন সপ্তাহের মধ্যেই এভাবে ঘুরে দাঁড়ানো ভারত অধিনায়কের এ সাফল্যের নেপথ্যের কারণ কী, কেইবা তার এ প্রেরণার উৎস?ক্রিকেট দুনিয়া যখন কোহালির এ সাফল্যে মুখর, তখন কোহলি বলছেন তার সদ্য বিবাহিত স্ত্রী অনুষ্কা শর্মার নাম। দক্ষিণ আফ্রিকায় প্রথম একদিনের সিরিজ জয়ের পিছনে পরোক্ষভাবে নাকি প্রেরণা জুগিয়েছেন ‘বিরষ্কা’।
পুরস্কার বিতরণী মঞ্চে ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমার এ সাফল্যের নেপথ্যে কিছু কাছের মানুষ রয়েছেন। বিশেষ করে, আমার স্ত্রী। পুরো সিরিজে প্রেরণা জুগিয়ে আমাকে এগিয়ে নিয়ে গিয়েছে ‘ও’। তার জন্য আমি কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘অতীতে এর জন্য অনেক কথা শুনতে হয়েছে আমার স্ত্রী-কে। সেই অনুষ্কাই কিন্তু দক্ষিণ আফ্রিকায় গোটা সিরিজে আমাকে প্রেরণা দিয়ে গিয়েছে। সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সময় এই প্রেরণা প্রাপ্তি একটা দুর্দান্ত অনুভূতি।’
গত ২৭ জানুয়ারি যখন টেস্ট সিরিজ ১-২ হেরে পুরস্কার বিতরণী মঞ্চে এসেছিলেন ভারত অধিনায়ক সে দিন চোখে ছিল একদিনের সিরিজে ফিরে আসার প্রতিজ্ঞা। এবার একদিনের সিরিজে দক্ষিণ আফ্রিকাকেই ৫-১ হারিয়ে বিরাট কোহালি স্বপ্ন দেখছেন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে বাড়ি ফেরার।
ভারতীয় অধিনায়ক বলেন, ‘প্রথম দুই টেস্টে মানসিকভাবে কিছু সমস্যা হয়েছিল আমাদের। কিন্তু জোহানেসবার্গ থেকেই আমরা ঠিক করি আর পিছানো চলবে না। টেস্ট সিরিজ হারের দিনেও সকলের সামনে এসে এ কথাই বলেছিলাম। এ বার একদিনের সিরিজ জিতে এসে বলব, সিরিজ কিন্তু এখনও শেষ হয়নি। টি-টোয়েন্টি সিরিজেও আমাদের এই পারফরম্যান্সই ধরে রাখতে হবে।’
এদিকে একদিনের সিরিজে ৫৫৮ রান করার সঙ্গে নতুন বিশ্বরেকর্ডও গড়লেন ভারত অধিনায়ক। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে দ্বিপাক্ষিক সিরিজে তিনিই প্রথম ব্যাটসম্যান যিনি পাঁচশোর উপর রান করলেন।
২০১৩-১৪ মরসুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মার ৪৯১ রানই এত দিন সর্বোচ্চ ছিল। কিন্তু সেই রান টপকে গিয়ে নতুন রেকর্ড গড়লেন বিরাট।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিরাট বলেন, ‘এখনও ৮-৯ বছর ক্রিকেট খেলব। আর তার পুরো সময়টাই সেরা পারফর্ম করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই। এটা আশীর্বাদ যে আমি সুস্থ অবস্থায় দেশের অধিনায়কত্ব করতে পারছি। দেশের হয়ে যত দিন খেলব তত দিন একশো কুড়ি শতাংশ দিতে চাই।’
নিজের প্রশংসা প্রাপ্তির দিনে সতীর্থের প্রশংসা করতেও ভুলেননি ভারতের এ বর্ণময় অধিনায়ক। বলেন, ‘ওরা দারুণ পারফর্ম করেছে। বিশেষ করে আমাদের দুই তরুণ স্পিনারের কথা বলতেই হচ্ছে।’
উল্লেখ্য, শুক্রবার অধিনায়ক কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচেও জয় তুলে নিয়েছে ভারত। ২০৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০৭ বল বাকি রেখেই ৮ উইকেটে জয় তুলে নেয় কোহলির টিম ইন্ডিয়া। ফলে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে ৫-১ ব্যবধানে সিরিজ জয় করে ভারত।