এবার না খেলে ভারত থেকে দেশে ফিরছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৭ পিএম, ১৩ মার্চ ২০২০
এবার না খেলে ভারত থেকে দেশে ফিরছে দক্ষিণ আফ্রিকা

বিশ্বের চারিদিকে করোনা আতঙ্কে বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচ ও টু্নার্মেন্ট। এমন আতঙ্কের মাঝেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারত গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে শেষ পর্যন্ত কোন ম্যাচ না খেলেই সিরিজ স্থগিত করে দেশে ফিরে যাচ্ছে তারা।

বিশ্বের ১২০টির অধিক দেশে ছড়িয়ে পড়েছে করোনাভইরাস। বিভিন্ন দেশের মত ভারত ও দক্ষিণ আফ্রিকাতেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। করোনাভাইরাস নিয়ে এত আতঙ্কের মাঝেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি একটি বলও। প্রথম ম্যাচ পরিত্যক্ত হলেও শেষ দুটি ম্যাচ দর্শকশূন্য অবস্থায় খেলার কথা ছিল। দবে সেটি আর হলো না। লৌখণোতে দ্বিতীয় ম্যাচ শুরুর আগে স্থগিত করা হয়েছে চলমান সিরিজ। আর তাতেই কোন ম্যাচ না খেলেই দেশে ফিরছে ডি ককরা।

শুক্রবার (১৩ মার্চ) বিসিসিআই এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ও আমরা মিলে এটা সিদ্ধান্ত নিয়েছি যে করোনাভাইরাসের কারণে সিরিজ এখানেই স্থগিত।

স্থগিত হলেও পরবর্তীতে এ সিরিজ আয়োজনের আশ্বাস দিয়েছেন ভারত কন্ট্রোল ক্রিকেট বোর্ড। তারা এও জানিয়েছে যে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সাথে বসে পরবর্তীতে সিরিজের নতুন সূচি নির্ধারণ করবে।

তারা আরও বলে, পরবর্তীতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারতে আসবে দক্ষিণ আফ্রিকা। আর সেটার জন্য আফ্রিকা বোর্ডের সাথে আমরা বসে সূচি ঠিক করবো।



শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কা সিরিজ স্থগিত করে দেশে ফিরছে ইংল্যান্ড

শ্রীলঙ্কা সিরিজ স্থগিত করে দেশে ফিরছে ইংল্যান্ড

দর্শকশূন্য গ্যালারিতে মূর্তিটি কার?

দর্শকশূন্য গ্যালারিতে মূর্তিটি কার?

দর্শকশূন্য মাঠে নিউজিল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া

দর্শকশূন্য মাঠে নিউজিল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া

পিছিয়ে গেল আইপিএল

পিছিয়ে গেল আইপিএল