তৃতীয় ওয়ানডেতে সৌম্য, থাকছেন মুশফিকও

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৩ পিএম, ০৪ মার্চ ২০২০
তৃতীয় ওয়ানডেতে সৌম্য, থাকছেন মুশফিকও

ফাইল ছবি

সফররত জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ দল ঘোষণা করা হয়।

তৃতীয় ওয়ানডে ম্যাচে আগের ১৫ সদস্যের দলে সাথে নতুন করে যুক্ত করা হয়েছে টাইগারদের ওপেনার সৌম্য সরকারকে। নিজের বিবাহের জন্য বিসিবির কাছ থেকে তিনি ছুটি নিয়েছিলেন। ফলে নতুন জীবনের পা রাখার পর জাতীয় দলের জার্সি গায়ে ফিরছেন সৌম্য।

টাইগার ব্যাটসম্যান সৌম্য সরকার ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে আগের দুই ম্যাচের ১৫ সদস্যের পুরো স্কোয়াডকে রেখে দেওয়া হয়েছে। যদিও টাইগারদের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের শেষ ম্যাচে খেলা নিয়ে শঙ্কা রয়েছে।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশে। শেষ ম্যাচ জিততে পারলে একমাত্র টেস্ট ম্যাচ জয়ের পর ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করবে স্বাগতিক বাংলাদেশ।

এদিকে সিরিজ জয় নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচে মুশফিকুর রহিমের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। কারণ, বিসিবি চাচ্ছে সিরিজ নিশ্চিত হওয়ায় মুশফিকের পরিবর্তে যারা পাকিস্তান সফরে যাবেন তাদের দিয়ে খেলাতে। কারণ, তৃতীয় ও শেষ দফায় পাকিস্তান সফরে একটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে শুক্রবার (৬ মার্চ)। এরপর ঢাকায় দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।

তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দল
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।



শেয়ার করুন :


আরও পড়ুন

টাইগারদের পারফরমেন্সে পুরো জাতি গর্বিত : প্রধানমন্ত্রী

টাইগারদের পারফরমেন্সে পুরো জাতি গর্বিত : প্রধানমন্ত্রী

রেকর্ড রান করেও শেষ বলে জয়, সিরিজ নিশ্চিত

রেকর্ড রান করেও শেষ বলে জয়, সিরিজ নিশ্চিত

হুমকি নয়, মুশফিকের সাথে আলোচনা হয়েছে : নান্নু

হুমকি নয়, মুশফিকের সাথে আলোচনা হয়েছে : নান্নু

আজকের ম্যাচে তামিমের যত রেকর্ড

আজকের ম্যাচে তামিমের যত রেকর্ড