শিরোপা জয়ে ভারতের প্রয়োজন ২১৭

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১০ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৮
শিরোপা জয়ে ভারতের প্রয়োজন ২১৭

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে নিউজিল্যান্ডে মাউন্ট মায়ুনগুয়ানির বে ওভালে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে ভারত এবং অস্ট্রেলিয়া দু’টি দলই তিনবার করে চ্যাম্পিয়ন হওয়ায় ফাইনালে যে দল জিতবে শিরোপায় সেই এগিয়ে যাবে।

ফাইনালের লড়াইয়ে কিছুটা সুবিধাজনক জায়গায় টিম ইন্ডিয়া। শনিবার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক জেসন সঙ্গা। প্রথমে ব্যাটিং করেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে ব্যর্থ অস্ট্রেলিয়া। ২১৬ রানে গুড়িয়ে যায় অস্ট্রেলিয়া।

শেষ পর্যন্ত ভারতীয় বোলারদের আধিপত্য থাকলেও একটা সময় ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু তা খুবই কম সময়ের জন্য। অস্ট্রেলিয়ার হাত থেকে ম্যাচের রাশ নিজেদের দিকে নিতে বিশেষ কাঠ-খড় পোড়াতে হয়নি ভারতকে।

ভারতের হয়ে ২টি করে উইকেট নেন ঈশান পোড়েল, শিভা সিংহ, কমলেশ নাগারকোতি এবং অনুকুল রায়। একটি শিকার শিভম মাভির। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেন জোনাথন মের্লো। জোনাথনের পাশপাশি কিছুটা রান পান পরম উপ্পলও(৩৪)।



শেয়ার করুন :