শিরোপা হাত ছাড়া ম্যাচে মাশরাফিকে জরিমানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৮ এএম, ২৯ জানুয়ারি ২০১৮
শিরোপা হাত ছাড়া ম্যাচে মাশরাফিকে জরিমানা

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে আচরণবিধি ভঙ করার দায়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজাকে জরিমানা করেছে আইসিসি। ফলে তার ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়া হবে। একই ম্যাচে আচরণবিধি ভঙের জন্য সর্তক করা হয়েছে শ্রীলঙ্কার ওপেনার দানুস্কা গুনাথিলাকাকে।

শনিবারের ফাইনালে শ্রীলঙ্কার ইনিংসের ষষ্ঠ ওভারে বাংলাদেশের স্পিনার মেহেদি হাসান মিরাজের শিকার হন গুনাথিলাকা। এরপর গুনাথিলাকার দিকে দৌড়ে গিয়ে ক্ষুব্ধ হয়ে জোড়ে চিৎকার দেন মাশরাফি। যা আইসিসি’র আচরণবিধির শামিল। ফলে জরিমানার কবলে পড়লেন ম্যাশ। এছাড়াও একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি।

এর আগে ২০১৬ সালের ১০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আচরণবিধি ভঙ করেন একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন মাশরাফি। ফলে তার ডিমেরিটের সংখ্যা এখন দুই।

মাশরাফির মতই একই কাণ্ড ঘটিয়েছেন গুনাথিলাকা। বাংলাদেশের ওপেনার তামিম ইকবালের আউটের পর মাশরাফির মত একই প্রতিক্রিয়া দেখান গুনাথিলাকা। ফলে এটিও আচরবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়েছে। তবে এ ঘটনায় জরিমানার কবলে না পড়লেও ১টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন গুনাথিলাকা। নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।



শেয়ার করুন :


আরও পড়ুন

আবারও পারলো না বাংলাদেশ

আবারও পারলো না বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলবেন না সাকিব

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলবেন না সাকিব

২ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনলো মুম্বাই

২ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনলো মুম্বাই

সাকিবকে কিনলো সানরাইজার্স হায়দরাবাদ

সাকিবকে কিনলো সানরাইজার্স হায়দরাবাদ