ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক সবচেয়ে বেশি ম্যাচ জয় থেকে একধাপ দূরে দাঁড়িয়ে বর্তমান দলপতি মাশরাফি বিন মর্তুজা।
আগামীকাল (মঙ্গলবার) ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচে জয় পেলেই বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি জয় পাওয়া অধিনায়ক হিসেবে রেকর্ড গড়বেন এ নড়াইল এক্সপ্রেস।
ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে বর্তমানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে সাবেক দলপতি হাবিবুল বাশার ও মাশরাফি। বাশার ৬৯ ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে ২৯টি ম্যাচে দলকে জিতিয়েছেন। অপরদিকে ৫২টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে টাইগারদের ২৯টি জয়ের স্বাদ দিয়েছেন মাশরাফি।
বাশারের নেতৃত্বে ৪০টি ম্যাচ হেরেছে বাংলাদেশ। তবে মাশরাফির নেতৃত্বে ২১টি ম্যাচ হেরেছে বাংলাদেশ। বাশার-মাশরাফির পর বাংলাদেশকে তৃতীয় সর্বোচ্চ ২৩টি ওয়ানডেতে জয়ের স্বাদ দিয়েছেন ৫০টি ম্যাচে নেতৃত্ব দেয়া সাকিব আল হাসান।
উল্লেখ্য, চলমান ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচের যথাক্রমে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচের আগামীকাল জিম্বাবুয়ের মুখোমুখী হবে বাংলাদেশ।