ইংল্যান্ড সিরিজে বাংলাদেশ দলে তৌহিদ হৃদয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
ইংল্যান্ড সিরিজে বাংলাদেশ দলে তৌহিদ হৃদয়

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ডান-হাতি ব্যাটার তৌহিদ হৃদয়। এছাড়া দলে ফিরেছেন অধিনায়ক তামিম ইকবাল ও স্পিনার তাইজুল ইসলাম।

ভারতের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, ইয়াসির আলি চৌধুরী, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও নুরুল হাসান সোহান।

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে ছন্দে রয়েছেন তৈহিদ হৃদয়। সিলেট স্ট্রাইকার্সের হয়ে ১৩ ম্যাচে ৫টি হাফ-সেঞ্চুরিতে ৪০৩ রান করেছেন হৃদয়। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৫ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ১৩টি হাফ-সেঞ্চুরিতে ১৫৪৭ রান আছে ২২ বছর বয়সী হৃদয়ের।

কুঁচকির ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলতে না পরা নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল ফিরেছেন দলে। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলতে পারেননি তিনি। গত বছরের আগস্টে জিম্বাবুয়ে সফরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তামিম।

এছাড়া জিম্বাবুয়ে সফরে খেললেও ভারতের বিপক্ষে সিরিজের দলে ছিলেন না তাইজুল। ১২ ওয়ানডেতে ২০ উইকেট আছে তাইজুলের।

ঢাকায় ১ মার্চ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ইংল্যান্ড। ৩ মার্চ হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম দুই ওয়ানডে হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ৬ মার্চ চট্টগ্রামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

ওয়ানডে শেষে ৯ মার্চ থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও ইংল্যান্ড।

প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদুল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরি, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

দল ঘোষণা, নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে ইংল্যান্ড

দল ঘোষণা, নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে ইংল্যান্ড

পিএসএলের কারণে বাংলাদেশ সফরে ‘চিন্তায়’ ইংল্যান্ড

পিএসএলের কারণে বাংলাদেশ সফরে ‘চিন্তায়’ ইংল্যান্ড

বাংলাদেশ সফরে চারদিন পরে আসবে ইংল্যান্ড   

বাংলাদেশ সফরে চারদিন পরে আসবে ইংল্যান্ড  

নিউজিল্যান্ড সফরে ইংল্যান্ড টেস্ট দলে নানা চমক

নিউজিল্যান্ড সফরে ইংল্যান্ড টেস্ট দলে নানা চমক