অস্ট্রেলিয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। একদিনের ক্রিকেটে দারুণ ছন্দে থাকা পাকিস্তান এবার মাঠের বাইরেও পেয়েছে সুখবর। আইসিসি সর্বশেষ প্রকাশিত ওয়ানডে র্যাঙ্কিংয়ে ভারতকে পাঁচ নম্বরে ঠেলে চারে উঠে এসেছে বাবর আজম বাহিনী।
রোববার (১২ জুন) আগেই সিরিজ নিশ্চিত করা পাকিস্তান শেষ ম্যাচেও ক্যারিবিয়ানদের বিপক্ষে জয় পায়। এই জয়ে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে তারা।
সোমবার (১৩ জুন) প্রকাশিত আইসিসির নতুন র্যাঙ্কিংয়ে ভারতকে পিছনে ফেলে চারে উঠে এসেছে পাকিস্তান। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ শুরুর আগে পাকিস্তানের রেটিং ছিল ১০২। নিকোলাস পুরানের দলকে হোয়াইটওয়াশ করে রেটিং বেড়ে দাঁড়িয়েছে ১০৬-এ।
চারে থাকা ভারতের রেটিং ১০৫। এতেই রোহিত শর্মার দলকে পিছনে ফেলে চারে উঠে আসে পাকিস্তান। অবশ্য খুব দ্রুতই পাকিস্তানকে পিছনে ফেলার সুযোগ আছে ভারতের সামনে। জুলাইয়ে ইংলিশদের মাটিতে তাদের বিপক্ষে সিরিজ জিতলেই এগিয়ে যাবে রোহিত শর্মার দল।
এই দুই দল ছাড়া র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে আসেনি আর কোনো পরিবর্তন। ১২৫ রেটিং নিয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড। তাদের চেয়ে এক পয়েন্ট কম দুইয়ে অবস্থান করছে ইংল্যান্ড।
৯৫ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে সাত নম্বরে বাংলাদেশের অবস্থান। পরের জায়গাগুলোতে আছে যথাক্রমে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর