জয় দিয়ে শুরু যুব টাইগারদের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ১২ নভেম্বর ২০১৭
জয় দিয়ে শুরু যুব টাইগারদের

যুব এশিয়া কাপে জয় দিয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ২ উইকেটে হারিয়েছে নেপাল অনুর্ধ্ব-১৯ দলকে।

শনিবার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ব্যাটিং-এ নেমে ৪০ দশমিক ১ ওভারে ৬ উইকেটে ১৬৭ রান তুলে নেপাল। এরপর বৃষ্টি নামলে আর ব্যাটিং করার সুযোগ পায়নি নেপাল।

ফলে বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ৪০ ওভারে ১৮১ রান। সেই টার্গেট ১ বল বাকী রেখেই স্পর্শ করে ফেলে বাংলাদেশের যুবারা। বাংলাদেশের পক্ষে নাইম শেখ ৫২, আফিফ হোসেন ৩৩, পিনাক ঘোষ ২৪, মাহিদুল ইসলাম ২৩ ও তৌহিদ হৃদয় ১২ রান করেন। নেপালের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেছিলেন বিম শাকরি। বাংলাদেশের নাইম ৩৩ রানে ৩ উইকেট নেন।

এবারের যুব এশিয়া কাপে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, নেপাল ও স্বাগতিক মালয়েশিয়া। সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী ১৪ নভেম্বর ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

যুব এশিয়া কাপে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, নেপাল ও স্বাগতিক মালয়েশিয়া। সোমবার বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে। আর ১৪ নভেম্বর শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের প্রয়োজন ১১, ৩০ নয় : জয়াবর্ধনে

বাংলাদেশের প্রয়োজন ১১, ৩০ নয় : জয়াবর্ধনে

‘ভারতকে চাপ দেয়ার ক্ষমতা নেই আইসিসির’

‘ভারতকে চাপ দেয়ার ক্ষমতা নেই আইসিসির’

হাথুরের পদত্যাগ : নিশ্চিত করলেন পাপন

হাথুরের পদত্যাগ : নিশ্চিত করলেন পাপন

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ১৭ বছর

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ১৭ বছর