প্রাণঘাতি করোনাভাইরাস পরবর্তী তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যেতে রাজি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে সফরের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দেশটির সরকারের সবুজ সঙ্কেতের তাকিয়ে রয়েছে বিসিসিআই।
ভারতী সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, সফরের জন্য শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) সবুজ সঙ্কেক দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। তবে ভারত সরকার যদি এর ছাড়পত্র দেয় তাহলেই কেবল মাত্র শ্রীলঙ্কা সফরে যাবেন বিরাট কোহলিরা।
সবকিছু ঠিক থাকলে জুনের শেষ দিকে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। ভারতের সফর শেষে টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় সফর সূচি রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্তের কথা জানানো হয়নি।
দেশটিতে শুধু ভারত বা বাংলাদেশ ক্রিকেট দলই নয়, ২০২০ সালের টি-টোয়েন্টি এশিয়া কাপ অনুষ্ঠিত হতে পারে শ্রীলঙ্কায়। ভারতের বিরোধীতার কারণে নিরপেক্ষে ভেন্যু হিবেসে পাকিস্তানের অনুষ্ঠিতব্য এবারের এশিয়া কাপের স্বাগতিক হতে পারে লঙ্কানরা।
এদিকে ভারত-বাংলাদেশের সফর উপলক্ষে ১ জুন (সোমবার) থেকে অনুশীলন শুরু করছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। স্বাস্থ্যবিধি মেনে জাতীয় দলের ১৩ জন খেলোয়াড়ের একটি গ্রুপ নিয়ে ১২ দিনের আবাসিক প্রশিক্ষণ শুরু করছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]