নিলাম থেকে সরে দাঁড়ালেন আশরাফুল!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০২ পিএম, ১৪ মে ২০২০
নিলাম থেকে সরে দাঁড়ালেন আশরাফুল!

২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তোলোর সিদ্ধান্ত নিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। তবে হঠাৎই নিজের প্রিয় স্মারকটি নিলামে তোলা থেকে সরে এসেছেন।

আশরাফুলের ব্যাটটি নিলামে ওঠার কথা ছিল ১১ মে (সোমবার)। ‘অকশন ফর অ্যাকশনে’র পেজে ব্যাটটির ভিত্তিমূল্যও নির্ধারণ করা হয়েছিলি। তবে নির্ধারিত তারিখে নিলামে ওঠেনি আশরাফুলের ব্যাট।

সিদ্ধান্ত বদলের বিষয়ে সংবাদ মাধ্যমে আশরাফুল জানান, নিলামের প্রক্রিয়াটা তার কাছে অস্পষ্ট। তাই সিদ্ধান্তের বদল। আপাতত নিলামে তুলতে চান না নিজের প্রিয় এ স্মারক।

তিনি বলেন, ‘নিলামের প্রক্রিয়াটা আমার কাছে পরিষ্কার নয়। মুশফিকের ব্যাটে দেখলাম অনেক উল্টাপাল্টা ঘটনা ঘটছে। উল্টাপাল্টা হলে আমার এতো মূল্যবান স্মারক নিলামে তোলার কোনো মানে নেই।’

আশরাফুল বলেন, ‘ব্যাটটি নিলামে তোলার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সহায়তা করতে যত বেশি দাম পাওয়া যায়। আমাদের দেশে যেভাবে নিলাম হচ্ছে, এখন আর ব্যাটটা দিতে চাচ্ছি না।’

আশরাফুলের ঐতিহাসিক ব্যাটির ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৮ লাখ টাকা। সেটি নিয়েও তার ক্ষোভ রয়েছে। বলেন, ‘ভিত্তিমূল্য কম দিয়ে লাভ কী! এর চেয়ে কম দামেই যদি বিক্রি করতে হয়, এই টাকা তো আমি নিজেই ব্যয় করছি মানুষের কল্যাণে।’

তিনি আরও বলেন, ‘নিলামের সংস্কৃতি আমাদের দেশে সেভাবে গড়ে ওঠেনি। নিলামের সংস্কৃতি আরও ভালো হলে তখন দেব। আশা করি ধীরে ধীরে এটা উন্নত হবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

২০ লাখ টাকায় বিক্রি হলো সাকিবের ব্যাট

২০ লাখ টাকায় বিক্রি হলো সাকিবের ব্যাট

সাড়ে ৮ লাখে বিক্রি হলো সৌম্য-তাসকিনের ব্যাট-বল

সাড়ে ৮ লাখে বিক্রি হলো সৌম্য-তাসকিনের ব্যাট-বল

এমপি হওয়ায় মাশরাফির এতো সমালোচনা : আশরাফুল

এমপি হওয়ায় মাশরাফির এতো সমালোচনা : আশরাফুল

ভিত্তিমূল্য ৮ লাখ, দুইদিনের নিলাম চান আশরাফুল

ভিত্তিমূল্য ৮ লাখ, দুইদিনের নিলাম চান আশরাফুল