পাকিস্তান সফরে আগের সিদ্ধান্তেই অনড় বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৯ পিএম, ১২ জানুয়ারি ২০২০
পাকিস্তান সফরে আগের সিদ্ধান্তেই অনড় বিসিবি

ছবি : বিসিবি

পাকিস্তান সফরে যাবে তবে টেস্ট না খেলে শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ, এ সিদ্ধাতেই রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (১২ জানুয়ারি) বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

রোববার প্রায় পাঁচ ঘণ্টার বোর্ড সভা শেষে পাপন জানান, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা বিবেচনায় নিয়ে সফর যতটা সম্ভব সংক্ষিপ্ত করতে বিসিবিকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ সরকার।

বিসিবি প্রধান বলেন, ‘সরকারের বার্তায় স্পষ্ট করে বলা আছে টেস্ট খেলতে সফরে না যেতে। এখনও পর্যন্ত সরকারের কাগজ আমরা হাতে পাইনি। তবে একটি স্ক্রিনশট পেয়েছি, যেখানে মূল ব্যাপারগুলো আছে। সেখানে যেটা আছে, সরকার বলছে, মধ্যপ্রাচ্যের এখনকার পরিস্থিতি নিশ্চিতভাবেই অন্য সময়ের চেয়ে একটু আলাদা। সেই অস্থিরতা বিবেচনায় নিয়ে, পাকিস্তান সফর যত সংক্ষিপ্ত করা যায়, সেটাই বলেছে সরকার।’

পাপন আরও বলেন, ‘আমরা সফরের সম্ভাব্য সূচি সরকারকে পাঠিয়েছিলাম। উনারা বলেছেন, টি-টোয়েন্টি তিনটি যতটা দ্রুত সম্ভব শেষ করে চলে আসতে। পরে পরিস্থিতি ভালো হলে টেস্ট ম্যাচ খেলা যেতে পারে।’

একটি টেস্ট ও টি-টেয়েন্টি সিরিজ খেলতে প্রায় একই সময় পাকিস্তানে অবস্থান করতে হবে। সেক্ষেত্রে টেস্ট সিরিজ খেলতে সমস্যা কোথায়? এ বিষয়ে বিসিবি প্রধান ব্যাখ্যা দিয়ে বলেন, ৩টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ১২০ ওভার মাঠে থাকতে হবে। অন্যদিকে টেস্ট খেলতে ৫ দিনে ৪৫০ ওভার মাঠে থাকতে হবে। আমরা চাচ্ছি যত কম সময় সেখানে থাকা যায়।



শেয়ার করুন :


আরও পড়ুন

মুজিববর্ষে বঙ্গবন্ধুর নামে জাতীয় স্কুল ক্রিকেট

মুজিববর্ষে বঙ্গবন্ধুর নামে জাতীয় স্কুল ক্রিকেট

বাংলাদেশের সফর নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে পাকিস্তান

বাংলাদেশের সফর নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে পাকিস্তান

পাকিস্তানে টেস্ট খেলবে না বাংলাদেশ, টি-টোয়েন্টি নিয়েও প্রশ্ন

পাকিস্তানে টেস্ট খেলবে না বাংলাদেশ, টি-টোয়েন্টি নিয়েও প্রশ্ন

পাকিস্তান সফরে ‌‘যেতেন’ মাশরাফি

পাকিস্তান সফরে ‌‘যেতেন’ মাশরাফি