চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দু’ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এ ম্যাচে আর মাত্র ২ রান করতে পারলেই টেস্ট ফরম্যাটে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১ হাজার রান পূর্ণ করবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
এখন পর্যন্ত এই ভেন্যুতে ১৩ ম্যাচের ২৩ ইনিংসে ৯৯৮ রান করেছেন মুশফিক। গড়-৪৫ দশমিক ৩৬। এরমধ্যে ১টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরি রয়েছে। এই ভেন্যুতে ২০১০ সালে একমাত্র মাত্র সেঞ্চুরিটি করেছিলেন মুশি। ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১১৪ বলে ১৭টি চার ও ১টি ছক্কায় ১০১ রান করেন তিনি। তারপরও টেস্টটি ১১৩ রানে হেরেছিল বাংলাদেশ।
একই ভেন্যুতে দ্বিতীয় সর্বোচ্চ রান তামিম ইকবালের। ১৩ ম্যাচের ২৫ ইনিংসে ৮০৩ রান রয়েছে তামিমের। ১৪ ম্যাচের ২৫ ইনিংসে ৭০৭ রান নিয়ে তৃতীয় স্থানে সাকিব আল হাসান।
শুরু হওয়া টেস্টে ১ হাজার রান পূর্ণ করতে পারলে দেশের সাতটি টেস্ট ভেন্যুতে এ মাইলফলক স্পর্শ করা দ্বিতীয় ব্যাটসম্যান হবেন মুশফিক। বাংলাদেশের ভেন্যুগুলোর মধ্যে বর্তমানে টেস্ট ফরম্যাটে একমাত্র ১ হাজার রান করা ব্যাটসম্যান হলেন সাকিব আল হাসান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৬ ম্যাচে ১২৩৩ রান রয়েছে সাকিবের।