নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে বন্দুকধারীর হামলা চালিয়েছে। শুক্রবার হামলার সময় জুমার নামাজ আদায়ের জন্য আল নুর মসজিদের পথে ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। তবে হামলার পরই তারা ওই এলাকা ত্যাগ করেছেন। বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা সবাই নিরাপদ আছেন।
হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তবে তা সংখ্যায় কত হবে তা জানা যায়নি। পুলিশ এক সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে। ওই এলাকায় অভিযান চলছে। হামলার পর আশেপাশের স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে নিউ জিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা বর্তমানে ক্রাইস্টচার্চে অবস্থান করছেন।
নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে বন্দুকধারীর হামলা চালিয়েছে। শহরের হাগলি পার্কমুখী সড়ক দীন এভিনিউতে আল নুর মসজিদ এবং লিনউডের আরেকটি মসজিদের কাছ থেকে গুলির শব্দ শোনা গেছে। পুলিশের বরাত দিয়ে ঘটনাটিকে ‘মারাত্মক’ বলছে দেশটির সংবাদ মাধ্যমগুলো।
শুক্রবার হামলার সময়ে জুমার নামাজ আদায়ের জন্য আল নুর মসজিদের পথে ছিলেন নিউ জিল্যান্ডে অবস্থানরত বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। তবে তাদের কোন ক্ষতি হয়নি। হামলার পরই তারা ওই স্থান ত্যিাগ করেছেন।
টুইটারে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, হামলার ঘটনার পরই হাগলি পার্ক থেকে বাংলাদেশ দলের কয়েক ক্রিকেটারকে দ্রুত চলে যান।
বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য মুশফিকুর রহিম ফেসবুক পোস্টে জানিয়েছেন, হামলার সময়ে খুবই কাছাকাছি ছিলেন তারা। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘ক্রাইস্টচার্চ মসজিদে হামলা থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছেন। আমরা খুবই ভাগ্যবান, সর্বশক্তিমান আমাদের রক্ষা করেছেন। আমরা খুবই কাছাকাছি ছিলাম আর আবারও এ ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে চাই না। আমাদের জন্য দোয়া করবেন।’