অধিনায়কত্ব ছাড়তে চান শান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৮ পিএম, ২৬ অক্টোবর ২০২৪
অধিনায়কত্ব ছাড়তে চান শান্ত

বাংলাদেশ ক্রিকেট দলের তিন ফরম্যাটেই নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। তবে নিজের ব্যাটিং নিয়ে স্ট্রাগল করতে থাকা শান্ত দলের অধিনায়কত্ব ছাড়তে চাইছেন। তবে ঠিক কোন ফরম্যাট থেকে সরে যেতে চান তা জানা যায়নি।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব ছাড়ার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কমকর্তা ক্রিকবাজকে নিশ্চিত করেছেন। তবে বোর্ড সভাপতি ফারুক আহমেদ দেশের বাইরে থাকায় এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটের নেতৃত্ব পান নাজমুল হোসেন শান্ত। প্রাথমিকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তাকে নেতৃত্ব দেওয়ার কথা জানানো হয়েছিল।

বিসিবির ওই কর্মকর্তা বলেন, “সে (নাজমুল হোসন শান্ত) আমাদের জানিয়েছেন যে, দক্ষিণ আফ্রিকা সিরিজের পরে দলের নেতৃত্ব দিতে প্রস্তুত নন।”

প্রতিবেদনে বলা হয়, বিসিবির একজন শীর্ষ পরিচালক শান্তকে সিদ্ধান্ত ফিরিয়ে নিতে বোঝানোর চেষ্টা করেছিলেন। তবে এ মুহূর্তে তা অসম্ভব বলে মনে হচ্ছে।

জানা গেছে, এবারই প্রথম নয়, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ওই ফরম্যাট থেকে শান্ত অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে তিন ফরম্যাট থেকেই সরে যেতে চেয়েছিলেন।

এদিকে, বিসিবির আরেক কর্মকর্তা বলেছেন যে, শেষ পর্যন্ত শান্ত যদি দক্ষিণ আফ্রিকা সিরিজের পর দলের নেতৃত্ব দিতে রাজি না হন তাহলে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে মেহেদী হাসান মিরাজ এবং টি-টোয়েন্টিতে তৌহিদ হৃদয়কে দায়িত্ব দেওয়া হতে পারে।

এখন পর্যন্ত নাজমুল হোসেন শান্ত ৯টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে তিনটিতে জয় ও ছয় টেস্টে পরাজয় বরণ করেছেন। তবে পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্ট সিরিজ হারানোর গৌরবও রয়েছে শান্ত অধিনায়কত্বে।

ওয়ানডে ফরম্যাটে ৯ ম্যাচে ছয়টিতে হার এবং তিনটিতে জয় পেয়েছে শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এছাড়া নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে মোট ২৪টি টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ জয় পেয়েছে ১০টিতে।



শেয়ার করুন :