শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের ক্রীড়াজ্ঞনেও বইছে পরিবর্তনের হাওয়া। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফফে) সভাপতির পর এবার আত্মগোপনে থাকা নাজমুল হোসেন পাপনের বিপক্ষেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পদত্যাগের দাবি উঠলো। বিসিবিতে শুধুমাত্র সভাপতির নয়, পরিচালনা পর্ষদের পুরো কমিটির পদত্যাগ দাবি করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগষ্ট) মিরপুর শেরে-বাংলা জাতয় স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের বাইরে ‘বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ’ সংগঠনের ব্যানারে এ দাবি তোলা হয়। পদত্যাগের দাবি নিয়ে এসময় প্রায় হাজারখানেক মানুষ বিসিবির সামনের প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন।
বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের এ কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়বাদী দলের ক্রীড়া সম্পাদক ও সাবেক ফুটবলার আমিনুল হক উপস্থিত ছিলেন। এছাড়া বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু ও কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল উপস্থিত থেকে নিজেদের দাবির কথা তুলে ধরেন।
তাদের সামনে ব্যানারে লেখা ছিল, ‘গত ১৫ বছরে আওয়ামী দুঃশাসনে পরিচালিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অযোগ্য, অদক্ষ ও দুর্নীতিবাজ সকল পরিচালকদের অপসারণ ও পদত্যাগের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন।’
আমিনুল হক বলেন, “ছাত্রদের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে। আমি আজ এখানে কোন রাজনৈতিক বক্তব্য দিতে আসে নাই। এখানে আমি একজন সংগঠক হিসেবে উপস্থিত হয়েছি। আমি বলতে চাই, আজকে বাংলাদেশের ছাত্র-জনতা, যুবক সমাজ আপমর জনতা স্বাধীনতা উপভোগ করছে।”
তিনি বলেন. “আপনারা জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ, বিসিবি এবং ফুটবল ফেডারেশনসহ বিভিন্ন যে ফেডারেশনগুলো রয়েছে সেগুলোতে আওয়ামী স্বৈরাচারি সরকার রাজনীতিকরণ এবং দলীয়করণ করে বাংলাদেশের স্পোর্টসকে ধ্বংস করে দিয়েছে।”
বাংলাদেশ ফুটবল দলের সাবেক এ অধিনায়ক বলেন, “আপনারা জানেন, ক্রিকেট বোর্ডে যারা রয়েছে সবাই আওয়ামী স্বৈরাচারের প্রেতাত্মা। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েরর উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যে, অনতিবিলম্বে আপনি দায়িত্ব নিয়ে সবকিছু দেখে ক্রিকেট বোর্ডে যারা রয়েছে তাদের পদত্যাগ আমরা সকলেই দাবি করছি।”