বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিবিসি) বাইরে থেকে দেখলে চাকচিক্য মনে হলেও ভেতরে ভেরতে ইনডিসিপ্লিন অ্যাক্ট (অনুশাসন) চলতো বলে অভিযোগ করেছেন ক্রিকেট প্রশিক্ষক ও বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। একই সাথে লিডারশীপ থেকে শুরু করে বিসিবিতে বেশি কিছু বিষয়ে পরিবর্তন আনার দরকার বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার (১০ আগষ্ট) মিরপুরে নারী ক্রিকেটারদের অনুশীলনে দেখতে আসা নাজমুল আবেদীন ফাহিম সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় বিষয়গুলো নিয়ে মন্তব্য করেন।
দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বিসিবি নিয়ে নাজমুল আবেদীন ফাহিম বলেন, “আমি যেহেতু খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলাম, আমার মনে হয় না বিসিবি খুব একটা ডিসিপ্লিন (শৃঙ্খলা) অর্গানাইজেশন। যেটা বাইরে থেকে চাকচমক দেখে অনেকে মনে করে বিসিবি বোধহয় দারুণ একটা অর্গানাইজেশন। তবে আমার কাছে মনে হয় যে, এদের যে অপচুনিটি ছিল সেটা বেশিরভাগ কাজ করা হয়নি। সেটা অনেকগুলো কারণেই হয়নি।”
বিসিবির বর্তমান অবস্থার সংস্কার দরকার মনে করে তিনি বলেন, “অনেকের ইচ্ছাকৃত ভুলের কারণেও হয়নি। আমার মনে হয় যে, এখানে পরিবর্তন আনা দরকার। এখানে যে ইনডিসিপ্লিন অ্যাক্ট হয় ভেতরে ভেতরে, সেটার পরিবর্তন আনাটার খুব দরকার। কারণ, এগুলোর একটু ঠিক করতে পারলেই বোধহয় আমাদের অনেক ধরনের সঙ্কট মিটে যাবে।”
তিনি আরও বলেন, “বিসিবির প্রেসেস যদি ঠিক মতো চলে তাহলে আমরা কেন ক্রিকেটে আরও ভালো করতে পারবো না? আমাদের সক্ষতা এমন হওয়ার কথা না যে, নেপালের সাথে জিতবো আর খুব খুশি হয়ে যাব। সে জায়গায় তো আমাদের থাকার কথা না। আমার মনে হয় যে, এখানে সুযোগ আছে, ভালো কাজ করতে পারলে বাংলাদেশের ক্রিকেটকে আরও অনেক উপরে নিয়ে যাওয়া সম্ভব।”