মেজর লিগে সাকিবের ১৮ রান, খেলা দেখলেন স্ত্রী শিশির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৪ পিএম, ০৬ জুলাই ২০২৪
মেজর লিগে সাকিবের ১৮ রান, খেলা দেখলেন স্ত্রী শিশির

যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) টি-টোয়েন্টিতে নিজের অভিষেক ম্যাচে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের জার্সি গায়ে ব্যাট হাতে ১৮ রান এবং বোলিংয়ে ১ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। তবে অভিষেক ম্যাচে জয় দিয়ে আসর শুরু করেছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। গ্যালারিতে থেকে সাকিবের খেলা উপভোগ করেছেন স্ত্রী উম্মে আহমেদ শিশির।

ডালাসে শনিবার (৬ জুলাই) সকালে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫ রানের মধ্যে দুই ওপেনার ইংল্যান্ডের জেসন রয় ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইনকে হারায় লস অ্যাঞ্জেলেস। দুই ওপেনার ২ রান করে বিদায় নিলে ক্রিজে আসেন সাকিব।

ব্যাট হাতে নেমে ৩টি চারে মারমুখী মেজাজে শুরু করেছিলেন সাকিব। তবে ইনিংসটাকে বড় করতে পারেননি। ১৩ বলে ১৮ রান করে সপ্তম ওভারে অস্ট্রেলিয়ার পেসার অ্যারন হার্ডির বলে সাজঘরে ফিরেন সাকিব।

ভারতের উন্মুখ চাঁদের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৬২ রানের সংগ্রহ পায় লস অ্যাঞ্জেলেস। ৬টি চার ও ৩টি ছক্কায় ৪৫ বলে সর্বোচ্চ ৬৮ রান করেন চাঁদ।

জবাবে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ের হাফ-সেঞ্চুরির পরও ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রানের বেশি করতে পারেনি টেক্সাস। ৪টি চার ও ২টি ছক্কায় ৩৯ বলে ৫৩ রান করেন কনওয়ে।

চতুর্থ বোলার হিসেবে আক্রমণে এসে ৩ ওভারে ৩২ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব। টেক্সাসের হার্ডিকে ১১ রানে শিকার করেন সাকিব। লস অ্যাঞ্জেলেসের পেসার আলি খান ৪ ওভারে ৩৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।

বিশ্বকাপের পর সাকিব আল হাসানের এ ম্যাচও গ্যালারি উপস্থিত থেকে উপভোড়গ করেছেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। গ্যালারিতে দাঁড়িয়ে থাকা একটি ছবিও প্রকাশ করেছেন তিনি।


বিষয়ঃ

শেয়ার করুন :