বিশ্বকাপ জেতানো নাভিদের হাতে ডাবল দায়িত্ব দিলো বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৩ পিএম, ০১ জুন ২০২৪
বিশ্বকাপ জেতানো নাভিদের হাতে ডাবল দায়িত্ব দিলো বিসিবি

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব নিয়ে বাংলাদেশে এসেছিলেন শ্রীলঙ্কান কোচ নাভিদ নাওয়াজ। ২০১৮ সালে দায়িত্ব নিয়ে ২০২০ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ট্রফি উপহার দিয়েছিলেন তিনি। এবার সেই নাভিদ নাওয়াজের হাতে ডাবল দায়িত্ব তুলে দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশ্বকাপ ট্রফি জয়ের পর চুক্তির মেয়াদ শেষ হওয়ায় শ্রীলঙ্কায় চলে গিয়েছিলেন নাভিদ। সেখানে নিজ দেশ লঙ্কান জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নাভিদ নাওয়াজ চলে যাওয়ার পর অনূর্ধ্ব-১৯ দলের জন্য স্টুয়ার্ট ল'কে বেছে নিয়েছিল বাংলাদেশ। তবে স্টুয়ার্ট ল চলে যাওয়ার পর বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের জন্য আবারও নাভিদকে ফেরালো বিসিবি।

ভারত বধ করে বিশ্বকাপ জিতলো বাংলাদেশ

নতুন দায়িত্বে নাভিদ বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ প্রধান কোচের দায়িত্ব পালন ছাড়াও বয়স ভিত্তিক দলের ব্যাটিং পরামর্শদাতা দাতা হিসেবেও কাজ করবেন। শনিবার (১ জুন) বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বলা হয়, প্রাথমিকভাবে দুই বছর মেয়াদে নাভিদ নাওয়াজের সাথে চুক্তি করা হয়েছে, যা চলতি বছরের ১ জুন (শনিবার) থেকে কার্যকর হবে। অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব পালন ছাড়াও বিসিবির গেম ডেভেলপমেন্টের অধীনে জুনিয়র বয়স ভিত্তিক দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন মোহাম্মদ নাভিদ নওয়াজ।



শেয়ার করুন :