বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষ সিরিজের প্রথম তিন ম্যাচে খেলছেন না সাকিব আল হাসান। তবে নিজেকে প্রস্তুত করতে ডিপিএলে শেখ জামালের হয়ে খেলছেন তিনি। জাতীয় দলে ফেরার আগে ডিপিএলে ব্যাট হাতে হাঁকালেন সেঞ্চুরি।
২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন সাকিব। এরপর প্রায় ৫ বছরে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫৭ ইনিংস খেলেও সেঞ্চুরির দেখা পাননি তিনি। দীর্ঘদিন পর সাকিবের ব্যাটে দেখা মিললো ঝড়।
শুক্রবার (৩ মে) সাভারের বিকেএসপির চার নম্বর গ্রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ব্যাট হাতে ১০৭ রানের ইনিংস খেলেছেন সাকিব আল হাসান। ৭৯ বলে তার এই ইনিংসে ৯টি চার ও ৭টি ছক্কার মার ছিল। বৈশাখের চলা তাপপ্রবাহের মাঝে ৯৬ মিনিট ব্যাট করেন সাকিব আল হাসান।
এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য তিন ম্যাচে না থাকলেও বিশ্বকাপের আগে ঢাকা পর্বে সিরিজের বাকি দুই ম্যাচে খেলবেন সাকিব। তার আগে নিজেকে প্রস্তুত করতে ডিপিএলে খেলছেন তিনি।
টস হেরে ব্যাট করতে নামা শেখ জামালের পক্ষে সাকিবের সেঞ্চুরি ছাড়াও ৭১ রানের ইনিংস খেলেন ইয়াসির আলী চৌধুরী। এছাড়া ফজলে মোহাম্মদ রাব্বীর ব্যাট থেকে আসে ৪৭ রান।
সাকিব-ইয়াসির-রাব্বীর ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৮০ রানের সংগ্রহ গড়ে শেখ জামাল। অন্যদিকে, গাজী গ্রুপের পক্ষে বল হাতে মাহফুজুর রাব্বী এবং আব্দুল গফফার সাকলাইন ৩টি করে উইকেট শিকার করেন।