মার্ক ওয়াহ সড়ে দাঁড়ানোয় অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ফরম্যাটের দল নির্বাচনের দায়িত্ব পেলেন প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানেয়েছে টি-টোয়েন্টি দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করবেন ল্যাঙ্গার।
ল্যাঙ্গার নতুন দায়িত্ব পাওয়ায় অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেলের সংখ্যা এখন তিন। ল্যাঙ্গারের সাথে রয়েছেন ট্রেভর হন্স ও গ্রেগ চ্যাপেল। তবে টি-টোয়েন্টি দলের প্রধান নির্বাচক দায়িত্ব পেলেন ল্যাঙ্গার। তাকে সহায়তা করবেন হন্স ও চ্যাপেল। ওয়ানডে ও টেস্ট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করবেন যথাক্রমে হন্স ও চ্যাপেল।
এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার টিম পারফরমেন্স প্রধান প্যাট হাওয়ার্ড বলেন, ‘কোচের দায়িত্ব পালনের পাশাপাশি টি-টোয়েন্টি দলের প্রধান নির্বাচকের কাজও করবেন ল্যাঙ্গার। কারণ আমরা ২০২০ বিশ্বকাপের জন্য দলকে তৈরি করতে চাই। টি-টোয়েন্টি ফরম্যাটে ল্যাঙ্গারের ভালো অভিজ্ঞতা রয়েছে। বিগ ব্যাশ লিগের পার্থ স্কোরচার্চের কোচ ছিলেন তিনি। তাই টি-টোয়েন্টি ফরম্যাটের খেলোয়াড়দের সর্ম্পকে ভালো ধারণা রয়েছে তার।’
দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে বল টেম্পারিং কাণ্ডের পর নিজ থেকেই গত এপ্রিলে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের কোচের দায়িত্ব থেকে সড়ে দাঁড়ান ড্যারেন লেহম্যান। এরপর গেল মে মাসে ল্যাঙ্গারকে জাতীয় দলের কোচের দায়িত্ব দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।