এশিয়া কাপের দলে থাকলেও এখনও উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের খেলার নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে আগামী দুই-একদিনের মধ্যেই নিশ্চিত হওয়া যাবে আসন্ন এশিয়া কাপে আদৌ সোহানকে পাবে কিনা বাংলাদেশ।
চলতি বছরের আগস্টে টি-টোয়েন্টি অধিনায়ক হয়ে জিম্বাবুয়ে সফরে গিয়েছিলেন সোহান। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আঙ্গুলে চোট পেয়ে ছিটকে যান পুরো সফর থেকেই। তখনই শঙ্কা ছিল এশিয়া কাপে তার খেলা নিয়ে।
যদিও দল ঘোষণার সময় তাকে প্রথম ম্যাচ থেকেই পাওয়ার আশা করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
এবার বিসিবির চিকিৎসক ডাঃ মনজুর বললেন, দুই দিনের মধ্যেই জানা যাবে এশিয়া কাপে সোহান খেলতে পারবেন কিনা।
কোচ নয়, টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীরাম
স্পোর্টসমেইল২৪.কম’কে বিসিবির এই চিকিৎসক বলেন, “২২ তারিখ ফিটনেস টেস্টের পর আপডেট জানা যাবে।”
এর আগে চলতি বছরের ১১ আগস্ট স্কোয়াড ঘোষণার আগে ডাঃ মনজুর স্পোর্টসমেইল২৪.কম’কে বলেছিলেন, এশিয়া কাপের দলে থাকলে দ্বিতীয় পর্বে মাঠে নামতে পারবেন সোহান।
এশিয়া কাপ নিয়ে আত্মবিশ্বাসী সাকিব, খুশি বিসিবি সভাপতি
এশিয়া কাপ খেলতে দুবাই উড়াল দেওয়ার আগে নিজেদের মধ্যে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। চোট থেকে সেরে না ওঠায় কোনো ম্যাচেই নেই সোহান।
চলতি বছরের ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপের মিশন। ‘বি’ গ্রুপে টাইগারদের বাকি প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর/এসকেডি