ইনজুরিতে আইপিএল মিস করা উডের অস্ত্রোপচার প্রয়োজন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২০ জুলাই ২০২২
ইনজুরিতে আইপিএল মিস করা উডের অস্ত্রোপচার প্রয়োজন

চলতি বছরের মে মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট চলাকালীন কনুইয়ের ইনজুরিতে পড়েছিলেন ইংলিশ পেসার মার্ক উড। ওই ইনজুরির কারণে যেতে হয়েছিল অস্ত্রোপচারের টেবিলে। সেই ইনজুরি কাটিয়ে উঠার আগেই একই কারণে আবারও অস্ত্রোপচারের টেবিলে যেতে হচ্ছে তাকে।

ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে পড়া মার্ক উড খেলতে পারেননি আইপিএল। একই কারণে মিস করেছিলেন নিউজিল্যান্ড ও ভারত সিরিজ। সেই ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও আবারও তাকে মাঠের বাইরে যেতে হচ্ছে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই পেসার।

ইনজুরি কাটিয়ে ক্লাব ক্রিকেটে ফিরেছিলেন মার্ক উড। সেখানে ফিরেই নিজের অস্বস্তির কথা জানান উড। এই বিষয়ে তিনি বলেন, “সত্যি কথা বলতে আমি কঠিন পরিস্থিতিতে পড়েছিলাম। আমার আরো একবার অস্ত্রপচার করা দরকার।”

৩২ বছর বয়সী এই পেসার আরো বলেন, “আমি ক্লাব ক্রিকেটে ফিরেছিলাম। সেটা মূলত আমার ফিটনেস ঠিক আছে কি-না তা দেখার জন্য। ইসিবি দেখতে চেয়েছিল আমি কিভাবে খেলছি।”

দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচারের টেবিলে গেলে সহসাই মাঠে ফেরা হচ্ছে না তার। নিশ্চিতভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন না এই পেসার। মার্ক উড ছাড়াও ইনজুরির কারণে মাঠের বাইরে আছে জোফরা আর্চার, ক্রিস ওকস ও সাকিব মাহমুদের মতো পেসাররা।

ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ২৬ টেস্ট, ৫৭ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টি খেলেছেন উড। এই সময়ে তার মোট শিকার ১৭৭ উইকেট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেটাররা গাড়ি নয়, যে জ্বালানী দিলেই চলবে: বেন স্টোকস

ক্রিকেটাররা গাড়ি নয়, যে জ্বালানী দিলেই চলবে: বেন স্টোকস

ওয়ানডে থেকে স্টোকসের অবসর ঘোষণা

ওয়ানডে থেকে স্টোকসের অবসর ঘোষণা

সাকিবের পাশে বসলেন হার্দিক

সাকিবের পাশে বসলেন হার্দিক

‘কোহলিকে বাদ দিলে বিসিসিআই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে’

‘কোহলিকে বাদ দিলে বিসিসিআই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে’