ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে নেই পেসার তাসকিন আহমেদ। এছাড়াও ইনজুরির কারণে শরিফুল ইসলামও খেলতে পারবেন কি-না তা নিয়েও রয়েছে শঙ্কা। এরই মধ্যেই স্কোয়াড ঘোষণার দিনে ইনজুরিতে পড়েছেন মুশফিকুর রহিম এবং মেহেদি হাসান মিরাজ।
রোববার (২৪ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন মুশফিকুর রহিম এবং মেহেদী মিরাজ। তিন ওভারের ব্যবধানে ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয়েছে এই দুই ক্রিকেটারকে।
বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংকের বিপক্ষে ১৫তম ওভারে মুশফিককে দেখা যায় বাউন্ডারি লাইনে বসে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। পরে জানা যায়, পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন।
এরপরে ১৮তম ওভারে মিড উইকেট অঞ্চলে মিরাজের কাছে বলে যায়। তামিম ইকবালের করা ওই শটকে ক্যাচে পরিণত করার সময় আঙুলে চোট পান মেহেদি হাসান মিরাজ। এই চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এই অলরাউন্ডার।
পরবর্তীতে এক্স-রে করানোর জন্য আকে হাসপাতালে নেওয়া হয়েছে। এখন অপেক্ষা রিপোর্ট আসার। এরপরেই জানা যাবে মিরাজের ইনজুরির প্রকৃত অবস্থা।
উল্লেখ্য, রোববার দুপুরে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজের স্কোয়াডে আছেন মুশফিক এবং মিরাজ। এর আগে প্রিমিয়ার লিগে ইনজুরিতে পড়েছেন পেসার ইবাদত হোসেন। বর্তমানে মাঠের বাইরে আছেন তিনি।
হাতের ইনজুরির কারণে মিরাজ মাঠের বাইরে গেলেও এ নিয়ে চিন্তিত নন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বলেন, “ওখানের (শেখ জামাল) ফিজিওদের সঙ্গে কথা হয়েছে। যে আঙুলে ব্যাথা পেয়েছে আশা করছি ওটা ৮-১০ দিনের মধ্যে ভাল হয়ে যাবে।”
অপরদিকে ২৪ ঘণ্টা পার না হলে মুশফিকের ইনজুরি নিয়ে কিছুই বলা যাবে বলেও জানান নান্নু। বলেন, “মুশফিকের বিষয় নিয়ে ওই রকম কিছু পাইনি। তবে ২৪ ঘন্টা না গেলে ইনজুরি নিয়ে কিছু বলা যাবে না।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর