অ্যাশেজে ইংল্যান্ডের ভরাডুবির পর কোচের পদ থেকে সরে দাঁড়ান ক্রিস সিলভারউড। তার জায়াগায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সাবেক ক্রিকেটার পল কলিংউডকে নিয়োগ দিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। এবার কলিংউড জানালেন, তিনি অন্তর্বতীকালীন থেকে স্থায়ী ভূমিকায় দায়িত্ব নিতে আগ্রহী।
কলিংউড বিশ্বাস করেন, তার নেতৃত্বে ইংল্যান্ড ইতিমধ্যে একটি ভালো ও শক্তিশালী জায়গায় এসেছে। সাবেক এই ক্রিকেটার বিবিসি স্পোর্টকে বলেন, ‘আমি সবসময় ইংল্যান্ডের সাথে কাজ করতে পছন্দ করি। আমি যতদিন থাকবো, ততদিন যদি একটা পার্থক্য গড়ে দিতে পারি, তাহলে আমি খুশি হবো।’
‘এটা (স্থায়ীকরণ) নির্ভর করবে চাকরির প্রস্তাবের উপর। আমরা জানি যে একজন ব্যবস্থাপনা পরিচালক বোর্ডে না আসা অবধি কিছুই হবে না। আমরা অপেক্ষা করবো এবং দেখবো কি হয়।’ - যোগ করেন কলিংউড।
সিলভারউডের পাশাপাশি ক্রিকেট পরিচালক অ্যাশলে গাইলস এবং সহকারী কোচ গ্রাহাম থর্পও পদত্যাগ করেছেন। বর্তমানে ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব আছেন সাবেক ইংলিশ ক্রিকেটার স্যার অ্যান্ড্রু স্ট্রাউস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টেস্টের সিরিজের জন্য তিনিই নিয়োগ দিয়েছিলেন কলিংউডকে।
ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্ট ড্রতে শেষ করেছে রুটবাহিনী। প্রথম দুই ম্যাচ জিততে না পারলেও তৃতীয় ম্যাচ নিয়ে আশাবাদী কলিংউড। তৃতীয় টেস্টের প্রস্তুতিতে উন্নতির লক্ষণ দেখেছেন সাবেক এই ক্রিকেটার।
সাবেক ইংলিশ অলরাউন্ডার বলেন, ‘আশা করি শেষ খেলায় আমরা ফলাফল পাবো। আমরা এখানে জয়ের জন্য এসেছি। আপনি যদি চেষ্টার উপর নির্ভর করে ফলাফল পরিমাপ করেন তবে কোনোভাবেই ভালো কিছু আসবে না।’
তিনি আরও বলেন, ‘অন্তবর্তীকালীন হিসাবে আমার লক্ষ্য ছিল এই সিরিজের পরে দলকে আরও ভালো ও শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়া। আপনারা ইতিমধ্যেই ফলাফল দেখতে পাচ্ছেন।’ বৃহস্পতিবার (২৪ মার্চ) থেকে গ্রানাডায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।
স্পোর্টসমেইল২৪/এএইচবি