অস্ট্রেলিয়া বিশ্বকাপ: মুহূর্তেই শেষ ভারত-পাকিস্তান লড়াইয়ের টিকিট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১০ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২২
অস্ট্রেলিয়া বিশ্বকাপ: মুহূর্তেই শেষ ভারত-পাকিস্তান লড়াইয়ের টিকিট

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। চলতি বছর অনুষ্ঠিতব্য এ আসরের সুপার টুয়েলভে একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। অস্ট্রেলিয়া বিশ্বকাপের টিকিট ছাড়ার প্রথম দিনই শেষ হয়েছে এই দুই দলের লড়াইয়ের ম্যাচের টিকিট।

সোমবার (৭ ফেব্রুয়ারি) থেকে থেকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিকিট ছাড়ে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল। টিকিট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায় ভারত-পাকিস্তান লড়াইয়ের টিকিট।

চলতি বছরের ২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াইয়ে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে মুখোমুখি হবে দু’দল।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভেও মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। সে ম্যাচে প্রথমবারের মতো বিশ্ব মঞ্চে ভারতের বিপক্ষে জয়ের দেখা পায় পাকিস্তান। ভারতকে রীতিমতো গুড়িয়েই দিয়েছিল পাকিস্তান। বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ভর করে ১০ উইকেটে জিতেছিল পাকিস্তান।

এ ম্যাচে ভারতের অসহায় আত্মসমার্পণ যেন পুরো টুর্নামেন্টের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের বাধা পেরোতে ব্যর্থ হয়েছিল ম্যান ইন ব্লুরা। অপরদিকে সুপার টুয়েলভে দারুণ খেলা পাকিস্তান সেমিফাইনালে অস্ট্রেলিয়া বাধা পেরিয়ে যেতে না পারলে সেখানেই থামে তাদের বিশ্বকাপ যাত্রা।

সর্বশেষ এক দশকের বেশি সময় ধরে কোনো ধরনের দ্বিপাক্ষীয় সিরিজ খেলছে না ভারত এবং পাকিস্তান। মূলত দুই দেশের রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়েছে ক্রিকেট মাঠে। এ কারণেই দুই দলের লড়াই দেখার জন্য বিশ্বমঞ্চের জন্যই অপেক্ষা করতে হয় ক্রিকেট প্রেমিদের। এ সুযোগ সহজেই হাতছাড়া করতে চান না ক্রিকেট সমর্থকরা। এ কারণেই হয়তো মুহূর্তেই শেষ হয়েছে এ ম্যাচের টিকিট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সাত ভেন্যুতে অস্ট্রেলিয়া বিশ্বকাপ, সবগুলো চূড়ান্ত

সাত ভেন্যুতে অস্ট্রেলিয়া বিশ্বকাপ, সবগুলো চূড়ান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান-বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান-বাংলাদেশ

ঘরের মাঠে বিশ্বকাপ খেলে বিদায় নিবেন ওয়েড

ঘরের মাঠে বিশ্বকাপ খেলে বিদায় নিবেন ওয়েড

৩৩৫ দিন, অস্ট্রেলিয়া শিরোপায় নিশামের দৃষ্টি

৩৩৫ দিন, অস্ট্রেলিয়া শিরোপায় নিশামের দৃষ্টি