দুই বাঁ-হাতি স্পিনার সানজামুল ইসলাম ও তাইজুল ইসলামের ঘূর্ণিতে দু’দিনেই জয় তুলে নিয়েছে রাজশাহী বিভাগ। বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসরে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দু’দিনেই বরিশাল বিভাগকে ইনিংস ও ৯ রানে হারিয়েছে রাজশাহী। বল হাতে সানজামুল ১০টি ও তাইজুল ৮টি উইকেট নিয়েছেন।
সোমবার (২৯ মার্চ) সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বরিশাল বিভাগ। প্রথম দিনই ৮২ রানে অলআউট হয়ে যায় বরিশাল। প্রথম দিন ১৫১ রানে শেষ হয় রাজশাহীর ইনিংসও। এতে প্রথম ইনিংস থেকে ৬৯ রানের লিড পায় রাজশাহী।
পিছিয়ে থেকে প্রথম দিন নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ১ উইকেটে ২৩ রান করে বরিশাল। ইনিংস হার এড়াতে বাকি ৯ উইকেটে ৪৬ রান করতে হতো বরিশালকে।
মঙ্গলবার (৩০ মার্চ) বাকি ৯ উইকেটে মাত্র ৩৭ রান যোগ করতে পারে বরিশাল। অর্থাৎ ৬০ রানে গুটিয়ে যায় তারা। ফলে বরিশাল বিভাগকে ব্যাট হাতে মাঠে নামতে হয়নি। ইনিংস এবং ৯ রানের ব্যবধানে জয় পেয়ে যায় তারা।
দ্বিতীয় ইনিংসে সানজামুল ৬টি ও তাইজুল ৪টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন তাইজুল ইসলাম।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]