২০১৯ সালে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১২তম আসর। বিভিন্ন দেশের সেরা ক্রিকেটারদের নিয়ে বেশ জমজমাটভাবেই আয়োজন করা হয় এ আসর। আজ মঙ্গল বার বিকেলে জয়পুরে টুর্নামেন্টের শুরু হয়েছে এবারের আইপিএলের খেলোয়াড়দের নিলাম।
এবারের নিলামের জন্য ফ্রাঞ্চাইজিগুলো চূড়ান্ত তালিকা তৈরি করে। যেখানে টিকেছেন দেশ-বিদেশের কেবল ৩৪৬ জন ক্রিকেটার। এই তালিকায় রয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। নিলামের শর্ট লিস্ট থেকে জানা যায়, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ভিত্তি মূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি।
এর আগে বাংলাদেশের ১০ জন সেরা ক্রিকেটারের নাম ছিল। এই তালিকায় যাদের নাম তারা হলেন- তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, ইমরুল কায়েস, আবু হায়দার, লিটন দাস ও নাঈম হাসান।
নিলামের সংক্ষিপ্ত তালিকায় আছেন ৩৪৬ জন ক্রিকেটার। যাদের মধ্যে আবার ২২৬ জন ভারতীয়। বাকি দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা থেকে সর্বোচ্চ ২৬ জন, অস্ট্রেলিয়া থেকে ২৩, ওয়েস্ট ইন্ডিজ থেকে ১৮, ইংল্যান্ড থেকে ১৮, নিউজিল্যান্ড থেকে ১৩, আফগানিস্তান থেকে ৮, শ্রীলঙ্কা থেকে ৭, বাংলাদেশ থেকে ২, জিম্বাবুয়ে থেকে ২, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস থেকে ১ জন। নিলামের জন্য ভারতের কোনো খেলোয়াড় সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি পাননি। ২ কোটি রুপিতে নিলামে উঠবেন ৯ বিদেশি।
লিস্টে বাংলাদেশী দুই খেলোয়াড় থাকায় সকলে দৃষ্টি রয়েছে নিলাম।