২০২৫, ২০২৬ এবং ২০২৭ সালে আইপিএলের টানা তিন আসরে তারিখ চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তিন আসরের জন্য বিসিসিআই বিদেশি ক্রিকেটার পাওয়ার বিষয়েও তালিকা পেয়েছে। সেই তালিকায় বাংলাদেশ থেকে ১৩ জন ক্রিকেটারের নাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়া প্রিমিয়ার লিগের (আইপিএল) টানা তিন আসরের তারিখ চূড়ান্ত করে বেশ সাড়া ফেলে দিয়েছে বিসিসিআই। যা আইপিএল ইতিহাসে প্রথমবার এমন ঘটনা ঘটলো।
দরজায় কড়া নাড়া আইপিএলের ২০২৫ আসর শুরু হবে ১৪ মার্চ, যা শেষ হবে ২৫ মে। ২০২৬ সালের আসর শুরু হবে ১৫ মার্চ এবং শেষ হবে ৩১ মে। এছাড়া ২০২৭ সালের আসর ১৪ মার্চ শুরু হয়ে ৩০ মে পর্দা নামবে।
শুক্রবার (২২ নভেম্বর) ফ্র্যাঞ্চাইজিদের কাছে এসব তারিখ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বিসিসিআই। ঘোষিত এসব সময়কে ‘আইপিএল উইন্ডো’ হিসেবে বিবেচনা করছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।
তালিকায় থাকা ১৩ টাইগার ক্রিকেটার হলেন
সাকিব আল হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, লিটন দাস, মেহেদী হাসান, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান।
আইপিএলের তিন আসরে খেলার জন্য বিদেশি ক্রিকেট বোর্ডগুলো থেকেও সবুজ সংকেত পেয়েছে বিসিসিআই। আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে বেশির ভাগই নিজে দেশের ক্রিকেটারদের এই সময়ে ছেড়ে দিতে রাজি হয়েছে।
পাকিস্তান ছাড়া ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত মোট তিন আসরের জন্য যেসব বিদেশি খেলোয়াড়দের ছাড়পত্র পেয়েছে তার একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। যেখানে বাংলাদেশ থেকে ১৩ জন ক্রিকেটারের নাম দিয়েছে বিসিবি।
আইপিএলের তিন আসরেই খেলতে চেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিব আল হাসান। তার সাথে আরও ১২ জনের নাম রয়েছে।