নড়াইলে জেলার পদস্থ কর্মকর্তা ও সুধীজনের সাথে নড়াইল-২ সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার জেলার উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়ক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার ।
জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যের মধ্যে ছিলেন পুলিশ সুপার– মো. জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. মো. আসাদুজ্জামান মুন্সী টনি, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহানেওয়াজ তালুকদার, সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ মো. আল ফয়সাল খান প্রমুখ।
সভায় সংসদ সদস্য নড়াইলকে মডেল জেলা হিসাবে গড়ে তুলতে ও সুন্দর বাসযোগ্য “ক্লিন নড়াইল গ্রিন নড়াইল ” গড়তে স্থানীয় প্রশাসনসহ সকলের সহযোগীতা কামনা করেন এবং তার পক্ষ থেকে সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
হাফিজুল নিলু, নড়াইল