শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে পাকুড়িয়া ইউপি চ্যাম্পিয়ন

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২২ মে ২০২২
শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে পাকুড়িয়া ইউপি চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (অ-১৭) বালক টুর্নামেন্টে শেরপুর সদরে পাকুড়িয়া ইউপি দল চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (২১ মে) শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চরশেরপুর ইউপি দলকে ৫-১ গোলের ব্যবধানে পরাজিত করে তারা।

আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ শুরুর ১০ মিনিটে এগিয়ে যায় চরশেরপুর ইউপি দল। গোল হজমের পর গা-ঝাড়া দিয়ে জেগে ওঠে পাকুড়িয়ার খেলোয়াড়রা। ফলে ম্যাচের ৩০তম মিনিটের আগেই ৩ মিনিটে পর পর ২ গোলে ২-১ ব্যবধানে লিড নেয় পাকুড়িয়ার ক্ষুদে ফুটবলাররা। এ লিডেই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠে খেলা। কিন্তু পাকুড়িয়ার খেলোয়াড়দের ড্রিবলিং, পাসিং, ফুটওয়ার্ক এবং জমাট ডিফেন্স, দ্রুতগতির মিডফিল্ড ও আক্রমণভাগের কাছে হার মানে চরশেরপুরের খেলোয়াড়রা। ফলে দ্বিতীয়ার্ধে আরও ৩ গোল হজম করে ৫-১ ব্যবধানে হারের স্বাদ নিয়ে রানার-আপ হয় গতবারের চ্যাম্পিয়ন চরশেরপুর।

ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি ও পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শরিফুর রহমান, ইউপি চেয়ারম্যান হায়দার আলী, মো. সেলিম রেজা প্রমুখ।

এ সময় জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, ফুটবল কোচ জিন্নত আলী, ডিএসএ-ডিএফএ কর্মকর্তা এবং বিভিন্ন দলের খেলোয়াড়, কোচ-কর্মকর্তা ও দর্শকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি ও মেডেল পুরষ্কার প্রদান করা হয়। পাকুড়িয়া ইউপি দলের ১২নং জার্সিধারী আক্রমণভাগের খেলোয়াড় জুবাইদুল ইসলাম ‘ম্যান অব দ্য ফাইনাল’, মাঝ মাঠের ১০ নং জার্সিধারী আশিকুর রহমান টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং ৪ গোল করে কামারিয়া ইউনিয়নের ফরোয়ার্ড রাব্বি হাসান পাপ্পি সর্বোচ্চ গোলদাতার ট্রফি পুরষ্কার লাভ করেন।

শেরপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুর্ধ্ব-১৭ বছর বয়সী খেলোয়াড়দের এ টুর্নামেন্টে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন দল নক-আউট ভিত্তিতে অংশগ্রহণ করে।

হাকিম বাবুল, শেরপুর/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শায়েস্তাগঞ্জ পৌরসভা চ্যাম্পিয়ন

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শায়েস্তাগঞ্জ পৌরসভা চ্যাম্পিয়ন

স্কুল ক্রিকেটে সাব্বিরের শিকার ৬ উইকেট

স্কুল ক্রিকেটে সাব্বিরের শিকার ৬ উইকেট

শায়েস্তাগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্ট

শায়েস্তাগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্ট

আনন্দঘন পরিবেশে শেরপুরে ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে’ উদযাপিত

আনন্দঘন পরিবেশে শেরপুরে ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে’ উদযাপিত