কুড়িগ্রামে বঙ্গবন্ধু ১৮তম আন্তঃজেলা নারী ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী জেলা নারী দল। উত্তেজনাপূর্ণ ফাইনালে পাবনা জেলা নারী দলকে ৩-০ সেটে হারিয়ে দিয়েছে রাজশাহী।
ফাইনালে টানা তিন সেটেই দাপটের সাথে খেলে রাজশাহী দল। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে রাজবাড়ী জেলা নারী ভলিবল দল।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি। খেলা শেষে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, পৌর মেয়র কাজিউল ইসলাম, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বি বাবলু প্রমুখ বক্তব্য রাখেন।
ফাইনাল খেলা দেখতে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায়, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু ১৮তম আন্তঃজেলা নারী ভলিবলের এ টুর্ণামেন্টটি কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়।
গত ১৩ মার্চ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে মোট ১২টি জেলার নারী দল অংশগ্রহণ করে।
জি এম সিরাজ/কুড়িগ্রাম
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]