প্রিমিয়ার ডিভিশন দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন বেঙ্গল চেস ক্লাব। রানার্সআপ হয়েছে গতবারের চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দশম ও শেষ রাউন্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্পোর্টস ক্লাবকে ৩.৫-০.৫ পয়েন্টে হারায় বেঙ্গল। ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তারা। রানার্সআপ সাইফ স্পোর্টিংয়ের ১০ ম্যাচে পয়েন্ট ১৮।
প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে এই প্রথম শিরোপার স্বাদ পেল বেঙ্গল চেস ক্লাব। এর আগে বেঙ্গল গ্রুপ নামে ১৯৮৫ সালে প্রথম বিভাগ দাবা লিগে চ্যাম্পিয়ন এবং ১৯৮৬ সালে রানার্সআপ হয়েছিল।
বেঙ্গলের হয়ে খেলেছেন জর্জিয়ার গ্র্যান্ডমাস্টার মিখাইল মেচেদলিশভিলি, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, জর্জিয়ার গ্র্যান্ডমাস্টার লুকা পাইচাদজে, মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শামীমা আক্তার লিজা, মনির হোসেন ও শামস উদ দোহা।