কাশ্মীর ইস্যুতে দাবা অলিম্পিয়াড থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ২৮ জুলাই ২০২২
কাশ্মীর ইস্যুতে দাবা অলিম্পিয়াড থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার

কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের সম্পর্কে শীতলতা বহুদিনের। সেই রাজনৈতিক প্রভাব দেখা যাচ্ছে ক্রীড়াক্ষেত্রেও। কাশ্মীরে দাবা অলিম্পিয়াডের মশাল নেওয়ায় ভারতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান।

শুক্রবার (২৯ জুলাই) থেকে তামিলনাডুর মামালাপুরাম শহরে বসবে ৪৪তম দাবা অলিম্পিয়াড। প্রথমবারের মতো ভারতে বসতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এই বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মূলত ঘটনার সূত্রপাত কাশ্মীরকে ঘিরে। দাবা অলিম্পিয়াডের মশাল ৭৫ টি শহরে ভ্রমণ করে আয়োজক শহরে এসে পৌঁছেছে। ৭৫টি শহরের মধ্যে ছিল কাশ্মীরের রাজধানী শ্রীনগরের নাম। সেই সময়ই পাকিস্তান শ্রীনগরের নাম দাবা অলিম্পিয়াডের মশাল ভ্রমণের তালিকা থেকে বাদ দিতে আহবান জানিয়েছিল।

তবে পাকিস্তানের সেই কথায় কান না দিয়ে মশাল শ্রীনগর নিয়েছিল ভারত। সেই কারণেই ভারতে অনুষ্ঠিতব্য দাবা অলিম্পিয়াড থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান।

এই বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আসিম ইফতিখার বলেন, “ভারত সম্মানজনক একটি আন্তর্জাতিক টুর্নামেন্টকে রাজনীতি দিয়ে কলুষিত করেছে। এই কারণেই আমরা সেখানে অংশ নিচ্ছি না।”

তিনি আরও বলেন, “দাবার নিয়ন্ত্রক সংস্থা ফিদে পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছিল। সেই সুবাদে পাকিস্তান দল অনুশীলনও করেছে। তবে রাজনৈতিক কারণে পাকিস্তান সেখানে অংশ নিচ্ছে না।”

প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের উন্মুক্ত নারী ও পুরুষ ইভেন্টে রেকর্ড সংখ্যক প্রতিযোগী অংশ নিবে। এবারের টুর্নামেন্টে পুরুষ বিভাগে অংশ নিবে ১৮৮ জন আর নারীদের বিভাগে সংখ্যাটা ১৬২।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

বাবার সাথে দাবা অলিম্পিয়াডে যাচ্ছেন তাহসিন

বাবার সাথে দাবা অলিম্পিয়াডে যাচ্ছেন তাহসিন

বিশ্বরেকর্ড করে ১২ বছর বয়সেই গ্রান্ডমাস্টার অভিমন্যু

বিশ্বরেকর্ড করে ১২ বছর বয়সেই গ্রান্ডমাস্টার অভিমন্যু

শেরপুরে ক্ষুদে দাবাড়ুদের মাঝে চ্যাম্পিয়ন রিয়ান ও পিউ

শেরপুরে ক্ষুদে দাবাড়ুদের মাঝে চ্যাম্পিয়ন রিয়ান ও পিউ

সাতক্ষীরায় দাবা লিগে চ্যাম্পিয়ন কুখরালী আদর্শ যুব সংঘ

সাতক্ষীরায় দাবা লিগে চ্যাম্পিয়ন কুখরালী আদর্শ যুব সংঘ