বাংলাদেশসহ বিশ্বের ১৮টি দেশের প্রায় ১শ’ জন গ্রান্ডমাস্টার নিয়ে ঢাকায় বসছে আন্তর্জাতিক গ্রান্ডমাস্টার দাবা প্রতিযোগিতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। টুর্নামেন্টে মোট প্রাইজমানি ধরা হয়েছে ৫৫ হাজার মার্কিন ডলার।
১৮ অক্টোবর (সোমবার) শহীদ শেখ রাসেলের জন্মদিন। দিনটিকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার। দিবসটি উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতার পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে সাইফ পাওয়ার টেক।
ঢাকায় এ প্রতিযোগিতায় এশিয়া, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিভিন্ন দেশ থেকে আগত দাবাড়ুরা অংশ নিচ্ছেন। ইতিমধ্যে বিভিন্ন দেশের দাবাড়ুরা আসতে শুরু করেছেন।
শেখ রাসেল আন্তর্জাতিক গ্রান্ডমাস্টার দাবা প্রতিযোগিতায় ৩২ জন পুরুষ গ্রান্ডমাস্টারের সঙ্গে ১ জন নারী গ্রান্ডমাস্টার ও ২০ জন আন্তর্জাতিক মাস্টার খেলবেন। বাংলাদেশের ৫ জন গ্রান্ডমাস্টারের মধ্যে তিনজনের অংশগ্রহণের বিষয়ে নিশ্চিত করা হয়েছে। তারা হলেন- নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান এবং এনামুল হোসেন রাজীব।
৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় টুর্নামেন্টে মোট ৫৫ হাজার মার্কিন ডলারের অর্থ পুরস্কার রাখা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় অর্ধকোটি টাকা।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাবেন ১০ হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার। এছাড়া রানার আপ ৭ হাজার, তৃতীয় স্থান অথিকারী পাবেন ৫ হাজার মার্কিন ডলার। এর বাইরে বাংলাদেশি খেলোয়াড়দের জন্য ১০ হাজার মার্কিন ডলারের অর্থ পুরস্কার রাখা হয়েছে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]